E

Monday, December 9, 2013

FOR DAILY TIPS....................

**
কিছু দৈনন্দিন সাধারন তথ্যঃ
• প্রতিদিন একবার করে মুখে বরফ ঘষুন। এটি ত্বকের জন্য ভালো।
• যাদের রাতে ঘুম হয় না তারা ঘুমুতে যাবার আগে চিনিসহ এক গ্লাস দুধ খান। এমনিতেই ঘুম পাবে।
• তাজা ফুল অনেকেই পছন্দ করেন। কিন্তু তা বেশিদিন ঘরে রাখা যায় না। নেতিয়ে যায়। ফুল বেশিদিন তাজা রাখতে হলে ফুলদানির পানিতে একটু কর্পূর মিশিয়ে দিন। ফূল অনেকদিন তাজা থাকবে।
• ঘরে বিভিন্ন ফলফলাদি থাকলে মাছির উৎপাত হয়। মাছির উৎপাত এড়াতে চাইলে ঘরে একটি হালকা ভেজা দড়ি ঝু মাছি সব দড়িতে বসবে।
• বৃষ্টির দিনে পিপঁড়ার উৎপাত হলে ব্লিচিং পাউডার পানিতে মিশিয়ে ঘর মুছুন। পিপঁড়ার উৎপাত কমে যাবে।
• পেয়াজ কাটলে হাতে গন্ধ হয়। তাই কাটার পর হাতে সরিষার তেল মেখে নিবেন। গন্ধ হবে না।
• সিল্ক এবং জরির কাজ করা শাড়ি, জামা, ওড়না ইত্যাদিতে সহজেই ছত্রাক পড়ে। টিস্যু পেপার দিয়েমুড়ে রাখুন, ছত্রাক পড়বে না।
...........................THANKS.
**

৭টি কথাঃ
১. কারো চোখ, বা ঠোঁট
কিংবা সুগঠিত শরীর এর
কারনে ভালো লাগে -
তবে টা ভালবাসা নয়, বাছাই
করা... ২. কারো বুদ্ধিমত্তা বা জীবনের
দূরদর্শিতা থেকে কাউকে ভালো লাগে -
তবে তা ভালবাসা নয়,
প্রশংসা মাত্র...
৩. কারো অর্থ-
সম্পত্তি দেখে কাউকে ভালো লাগে - তবে তা ভালবাসা নয়, লোভ...
৪. কেউ
ছেড়ে যেতে চাচ্ছে বলে অপরজন
সবসময় কাঁদে -
তবে তা ভালবাসা নয়, করুণা... ৫.
মনঃবাসনা পূরণের জন্য কাউকে দরকার হলে -
তবে সেটা ভালবাসা না,
লালসা...
৬. যদি এটা ঘুমাতে,
খেতে কিংবা পড়তে ভুলিয়ে দেয় -
তবে তা ভালবাসা নয় মোহ... ৭. আপনি জানেন না কেন তবু
ওই মানুষটাকে ভালো লাগে -
তবে সেটাই ভালবাসা...
ভালবাসতে কেবল একটি কারন
লাগে আর তা হল অজানা...

...........................THANKS. 
**
 গরম পানির গোসল !

গরম পানির গোসল হচ্ছে জলচিকিৎসা, যা সব সময়ই ভালো। তবে তা ক্ষতির কারণ হতে পারে যদি এর ব্যবহারে গড়বড় করে ফেলেন। আসুন গরম পানির সঠিক ব্যবহার সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।

১. পানি অতিরিক্ত গরম হবে না, অবশ্যই সহনীয় পর্যায়ে আরামদায়ক উষ্ণতার পানিতে গোসল সারতে হবে।

২. গর্ভবতী নারীদের ৩৭ ডিগ্রি সেলসিয়াসের (১০০ ডিগ্রি ফারেনহাইট) ওপরে ওঠা উচিত নয়।

৩. অনিদ্রায় যারা ভোগেন, তাদের জন্য অধিক উষ্ণতায় গোসল আত্মহত্যার সামিল।

৪. পরিশ্রমের পর বেশি গরম পানি ব্যবহার করা উচিত নয়। এতে ডিহাইড্রেশনের সম্ভাবনা দেখা দিতে পারে।

৫. গরম পানি প্রথমে গায়ে ঢালুন। হাতে, পায়ে আর মাথায় নিন ঠাণ্ডা পানি । মাথা বা হাত বা পা অথবা তিনটিই গরম পানি থেকে দুরে রাখবেন। কারণ অধিক তাপ সাধারণত দেহের ওই তিন অংশ দিয়ে বের হয়ে যায়।

........................................THANKS. 
**
 শ্যাম্পু করার কিছু সতর্কতা

চুলকে সুন্দর, সুস্থ্য এবং স্বাভাবিক রাখা বর্তমান সময়ে খুবই কঠিন একটি কাজ। বাইরের ধূলোবালি আর দূষণের কারণে প্রতিদিনই চুলের ব্যপক ক্ষতি সাধিত হয়। এর সাথে আমাদের নিজেদের কিছু অসাবধানতা সেই মাত্রাকে আরো বাড়িয়ে দেয়। তাই আগে থেকেই সাবধান হতে জেনে নিই শ্যাম্পু করার আগে কিছু প্রয়োজনীয় টিপস্।

চুল ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হলে শ্যাম্পু করার পূর্বে চুল ভালভাবে ভিজিয়ে নিন। শ্যাম্পু সরাসরি চুলে না দিয়ে আগে হাতের তালুতে ঘষে নিন। তারপর সারা চুলে প্রয়োগ করুন। পুরো চুলে ফেনা করা হয়ে গেলে ৩০ সেকেন্ডের মধ্যেই ধুয়ে ফেলুন।

শ্যাম্পু করার পর ঠান্ডা পানি দিয়ে চুল ধুলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা দীর্ঘস্থায়ী হয়।

চুল পুরোপুরি না শুকানোর আগ পর্যন্ত চুল আচরাবেন না।

চুলে কালার করলে কমপক্ষে ৪৮ ঘন্টা পর শ্যাম্পু করুন। এতে কালার দীর্ঘস্থায়ী হবে।

আপনাকে যদি চুল ঠিক রাখতে অধিক হারে কন্ডিশনার, জেল, হেয়ার স্প্রে ইত্যাদি প্রসাধনী ব্যবহার করতে হয় তবে চুলের pH কমে গিয়ে ক্ষতি হতে পারে। এজন্য সপ্তাহে একবার ১ টেবিল চামচ খাবার সোডা মিশিয়ে শ্যাম্পু করুন। চুল ঠিক থাকবে।

মাঝে মাঝে শ্যাম্পু করার আধা ঘন্টা আগে মেয়োনিজ দিয়ে চুলকে কন্ডিশন করে নিন। এতে চুল সন্দর ও ঝরঝরা থাকবে।

..............thanks.
**

যারা জানেন না শুধু তাদের জন্য॥
টাটকা গরম পানি বা দুধ কাঁচের গ্লাসে নিলে অনেক সময় গ্লাস ফেঁটে যাওয়ার আশঙ্কা থাকে বা বিকট শব্দে ফেঁটে যায়। তাই গরম তরল কিছু কাঁচের গ্লাসে নেয়ার আগে একটা স্টিলের চামচ যদি গ্লাসে রাখি তাহলে আর গ্লাস ফেঁটে যাওয়ার আশঙ্কা থাকে না।
স্টিল কাঁচের চাইতে অনেক দ্রুত তাপ গ্রহণ করতে পারে বিধায় গরম বস্তুটির তাপ চামচটিই শুষে নেয়। ফলে আর গ্লাসের কোনও ক্ষতি হয়না।
............thanks.
**

কোথাও পুড়ে গেলে চট
জলদি ঘরোয়া চিকিৎসা সম্পর্কে
কথাঃ


অতীত কালে তো এত হরেক রকমের
চিকিৎসা ছিল না, নানান রকম
রোগ বালাইতে কি করতেন তখনকার
মানুষেরা? প্রাকৃতিক
উপায়ে ঘরোয়া চিকিৎসা করতেন!
দৈনন্দিন কাজের মাঝে প্রায়ই
পুড়ে যাওয়ার মতন
দুর্ঘটনা ঘটে থাকে, আর কোথাও
পুড়ে গেলে চটজলদি জ্বলুনি কমানো
না। আজ রইলো এমন
একটি ঘরোয়া চিকিৎসা টিপস,
যা পোড়া স্থানের জ্বলুনি কমাবে,
সেই সাথে করবে দ্রুত আরোগ্য।
কোথাও পুড়ে গেলে ক্ষত
স্থানটি প্রথমে পানি দিয়ে ভাল
তারপর
আলতো করে মুছে লাগিয়ে দিন মধুর
একটা মোটা প্রলেপ। হ্যাঁ, মধু। এই মধু
জ্বলুনি কমাবে তৎক্ষণাৎ আর
ক্ষতস্থান ভরাটের কাজও শুরু
হয়ে যাবে।
মধুতে আছে ময়েশ্চারাইজিং ক্ষমতা
অ্যান্টি ব্যাকটেরিয়াল গুনাগুণ,
যা ক্ষতস্থান দ্রুত আরোগ্য
করবে এবং রোগ জীবাণুর সংক্রমণ
হতে দিবে না।

............THANKS

**
প্রপার্টি স্কেম এর বিরুদ্ধে ৫ টি টিপস**

১. কখনো একটি সম্পত্তি দেখার জন্য চার্জ পরিশোধ করবেন না
২. সম্পত্তি দেখা সম্ভব নয়, এজেন্টের এমন "অজুহাত" কখনও বিশ্বাস করবেন না
৩. সম্পত্তির নথি নির্ভরযোগ্য কিনা পরীক্ষা করুন
৪. সম্পত্তির বিল বকেয়া আছে কিনা পরীক্ষা করুন
৫. কন্ট্রাক্ট সাইন করার আগে কখনোই মুল্য পরিশোধ করবেন না
আপনাদের উপকার আমার
সর্ব্বোচ্চ কাম্য ।

........... thanks
**
 ১০টি শারীরিক কৌশল!

১) অনেক সময় গলার ভেতরে এমন জায়গায় হঠাৎ চুলকানী শুরু হয় যে, কি করবেন দিশেহারা হয়ে পড়েন। ওই জায়গাটি চুলকে নেওয়ার কোন উপায়ও থাকে না। কিছু সময় কানে টান দিয়ে ধরে রাখুন দেখবেন চুলাকনী উধাও।

২) অনেক শব্দের মধ্যে বা ফোনে কথা স্পষ্ট শুনতে পারছেন না? কথা শোনার জন্য ডান কান ব্যবহার করুন। দ্রুত কথা শোনার জন্য ডান কান খুব ভাল কাজ করে এবং গান শোনার জন্য বাম কাজ উত্তম।

৩) বড় কাজটি সারবেন, কিন্তু আশে পাশে টয়লেট নেই? আপনার ভালবাসার মানুষের কথা ভাবুন। মস্তিষ্ক আপনাকে চাপ ধরে রাখতে সাহায্য করবে।

৪) পরের বার ডাক্তার যখন আপনার শরীরে সুঁই ফুটাবে তখন একটি কাশি দিন। ব্যথা কম লাগবে।

৫) বন্ধ নাক পরিষ্কার বা সাইনাসের চাপ থেকে মুক্তি পেতে মুখের ভেতরের তালুতে জিহ্বা চেপে ধরুন। এরপর দুই ভ্রুর মাঝখানে ২০ সেকেন্ড চেপে ধরুন। এভাবে কয়েক বার করুন, দেখুন কি হয়!

৬) রাতে অনেক খেয়ে ফেলেছেন এবং খাবার গলা দিয়ে উঠে যাচ্ছে। কিন্তু ঘুমাতেও হবে। বাম কাত হয়ে শুয়ে পড়ুন। অস্বস্তি দূর হবে।

৭) কোন কিছুর ভয়ে বিচলিত? বুক ধক ধক করছে? বুড়ো আঙ্গুল নাড়তে থাকুন এবং নাক দিয়ে পেট ভারে সজোরে শ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন। স্বাভাবিক হয়ে যাবেন।

৮) দাঁত ব্যথা? এক টুকরো বরফ হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনীর মাঝামাঝি জায়গার উপর তালুতে ঘষুন। দেখুনতো ব্যথা কমলো কিনা!

৯) কোন কারণে চোখের সামনে পুরো পৃথিবী ঘুরছে? কোন শক্ত জায়গা বা জিনিসে কান সহ মাথা চেপে ধরুন। পৃথিবী ঘোরা বন্ধ করে দেবে।

১০) নাক ফেটে রক্ত পড়ছে? একটুখানি তুলা নাকের নিচ বরাবর যে দাঁত আছে তার মাড়ির পেছনে বসান, এবার জোরে ওখানে তুলাটি চেপে ধরুন। রক্তপাত বন্ধ!

............THANKS 
**

খাঁটি মধু চেনার উপায় !!
১. এক টুকরা কাগজের মধ্যে কয়েক
ফোঁটা মধু নিন। তারপর যেখানে পিঁপড়া
আছে সেখানে রেখে দিন।
পিঁপড়া যদি মধুর ধারে কাছে না ঘেসে
তবে তা খাঁটি মধু।
আর পিঁপড়া যদি তা পছন্দ করে
তবে মধুতে ভেজাল আছে।
২. মধুকে ফ্র্রিজের মধ্যে রেখে দিন।
খাঁটি মধু জমবে না। ভেজাল মধু
পুরাপুরি না জমলেও জমাট তলানী পড়বে।
৩. এক গ্লাস পানি নিয়ে এর মধ্যে
এক টেবিল চামচপরিমাণ মধু নিন।
খুব ধীরে ধীরে গ্লাসটি শেক করুন।
যদি মধু পানিতে পুরাপুরি দ্রবীভূত
হয়ে যায় তবে তা ভেজাল মধু।
আর মধু যদি পানিতে ছোট ছোট পিন্ডের
আকারে থাকে তবে তা খাঁটি মধু।
৪. এক টুকরা সাদা কাপড়ের উপর
সামান্য পরিমাণ মধু নিন এবং
কিছুক্ষন পর কাপড়টি ধৌত করুন।

র পর কাপড়টিতে যদি কোন দাগ
থাকে তবে মধুতে ভেজাল আছে।
আর যদি কোন দাগ না থাকে তবে মধু খাঁটি।

...........THANKS 

 **
ধোয়াকিছু দৈনন্দিন সাধারন তথ্যঃ
• প্রতিদিন একবার করে মুখে বরফ ঘষুন।
এটি ত্বকের জন্য ভালো।
• যাদের রাতে ঘুম হয় না তারা ঘুমুতে যাবার
আগে চিনিসহ এক গ্লাস দুধ খান। এমনিতেই
ঘুম পাবে।
• তাজা ফুল অনেকেই পছন্দ করেন। কিন্তু
তা বেশিদিন ঘরে রাখা যায় না। নেতিয়ে যায়।
ফুল বেশিদিন তাজা রাখতে হলে ফুলদানির
পানিতে একটু কর্পূর মিশিয়ে দিন। ফূল
অনেকদিন তাজা থাকবে।
• ঘরে বিভিন্ন ফলফলাদি থাকলে মাছির
উৎপাত হয়। মাছির উৎপাত
এড়াতে চাইলে ঘরে একটি হালকা ভেজা দড়ি ঝু
মাছি সব দড়িতে বসবে।
• বৃষ্টির দিনে পিপঁড়ার উৎপাত
হলে ব্লিচিং পাউডার পানিতে মিশিয়ে ঘর
মুছুন। পিপঁড়ার উৎপাত কমে যাবে।
• পেয়াজ কাটলে হাতে গন্ধ হয়। তাই কাটার
পর হাতে সরিষার তেল মেখে নিবেন। গন্ধ
হবে না।
• সিল্ক এবং জরির কাজ করা শাড়ি, জামা,
ওড়না ইত্যাদিতে সহজেই ছত্রাক পড়ে। টিস্যু
পেপার দিয়েমুড়ে রাখুন, ছত্রাক পড়বে না।
আরও এমন ছোটবড় বিভিন্ন সব তথ্য
জানতে আমাদের সাথেই থাকুন।

...........thanks
**
আমাদের আজকের টিপস তেলাপোকার
উপদ্রব দূর করা প্রসঙ্গে।

তেলাপোকার উপদ্রবে অস্থির
হয়ে উঠেছেন?
রান্নাঘরে কিচেন কেবিনেট
থেকে শুরু
করে খাটের নিচ, কাপড়ের
আলমারি সবখানে এদের উপদ্রব?
অন্ধকার আর খাবার যেখানে মিলবে,
সেখানেই
থাকবে এই তেলাপোকা। আজ
রইলো তেলাপোকা দূর করার
একটা সহজ
উপায়। আর এই কাজে আপনার
সঙ্গী হবে কেক তৈরির
বেকিং সোডা!
ছোট বাটিতে বেকিং সোডা নিন,
তারপর
তেলাপোকার আক্রমণ
সবচাইতে বেশি হয়
যে স্থান গুলোয়,
সেখানে দিয়ে রাখুন।
বেকিং সোডা তেলাপোকার ভীষণ
অপছন্দের বস্তু। ১০/১২ দিন পর
পর
বেকিং সোডা বদলে নতুন করে দিন।
কেননা বাতাসের আদ্রর্তার
কারণে সোডার
কার্যকারিতা কমে যায়। যে কোন
সাধারণ
মুদীর দোকানেই কিনতে পারবেন
বেকিং সোডা। এখন
বাংলাদেশি অনেক
কোম্পানির বেকিং সোডাও
কিনতে পাওয়া যায়।

................thanks
**
 কিভাবে ইন্টারভিউ বা ভাইভার জন্য প্রস্তুত হবেন ...


এ টু জেড পরামর্শ ...

ক্যারিয়ার গঠনের
ক্ষেত্রে ইন্টারভিউ একটি অতি গুরুত্বপূর্ণ
বিষয়। কিন্তু প্রার্থীর জন্য এটা অনেক
ক্ষেত্রেই আতঙ্কজনক। তবে আতঙ্ক
বা উদ্বেগকে দূরে সরিয়ে রেখে ইন্টারভিউতে ভাল
করার জন্য মানসিক দৃঢ়তা বজায় রাখা অত্যন্ত
জরুরি। এক্ষেত্রে সব সময় মাথা ঠান্ডা রেখে,
বিচলিত না হয়ে এবং ধীর-স্থিরভাবে ইন্টারভিউ
দিতে হবে। আর এক্ষেত্রে নিম্নোক্ত
বিষয়গুলোর দিকে বিশেষভাবে লক্ষ্য
রাখতে হবে—
ভাইভা দিতে আসার পূর্বে
▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬1) পরিষ্কার
জামাকাপড় পরুন, তবে একেবারে নতুন
জামাকাপড় না পরাই ভালো, অনেক সময় নতুন
জামা অস্বস্তিকর হয়।
2) চুলের স্টাইল বা চেহারায় অন্য
কোনো রকম বদল আনার চেষ্টা না করাই
ভালো।
3) খুব গাঢ় বা উজ্জ্বল রঙের জামাকাপড়
না পরলেই ভালো।
4) পকেটে একটি কলম রাখুন।
5) একটি ফোল্ডারে জরুরি কাগজপত্র নিন।
6) কাগজপত্রগুলো পরপর সাজিয়ে রাখুন।
7) খামের মধ্যে কাগজপত্র না নেয়াই ভালো,
তাতে প্রয়োজনীয় কাগজটি দেখাতে অযথা সময়
নষ্ট হয়।
8) শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন।
9) আপনার পাঠানো অ্যাপ্লিকেশন ও
বায়োডাটার প্রতিলিপি এবং মার্কশিট
ইত্যাদি জরুরি কাগজপত্র সঙ্গে নিতে ভুলবেন
না।
10) কোনো কাগজপত্র নিজে থেকে দেখাবেন
না, চাইলে তবেই কাগজপত্র দেখান।
11) ইন্টারভিউ শেষে সকল কাগজপত্র ফেরত
নিতে ভুলবেন না।
ইন্টারভিউ রুমে ঢোকা, বসা ও বেড়ানো
▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬1) আপনার নাম
ডাকা হলেও অনুমতি নিয়ে ঘরে ঢুকবেন।
ঘরে ঢুকে প্রথমে ইন্টারভিউ যারা নেবেন তাদের
সাধারণ শিষ্টাচার মেনে সম্ভাষণ (সালাম
বা সুপ্রভাত ইত্যাদি) করুন।
2) বসতে বলা হলে তবেই বসুন, বসার
আগে ধন্যবাদ জানান, সোজা হয়ে বসুন, পায়ের
ওপর
পা তুলে অথবা পা দুটি আড়াআড়ি করে বসবেন
না।
3) ইন্টারভিউ যারা নেবেন তাদের
দিকে সোজাসুজি তাকান, মাটির দিকে বা ঘরের
ছাদের দিকে তাকাবেন না।
4) কাগজপত্র যা সঙ্গে নিয়ে গেছেন,
তা টেবিলে অথবা কোলের ওপর রাখুন।
5) প্রশ্নের উত্তর দেয়ার সময় সামনের
দিকে সামান্য ঝুঁকে উত্তর দিন।
6) একজন প্রশ্নকর্তার উত্তর দেয়ার সময়
অন্যদের দিকে তাকাতেও ভুলবেন না।
7) মুদ্রাদোষগুলো সম্পর্কে অত্যন্ত সচেতন
থাকুন, গোঁফে হাত বুলানো, চুল ঠিক করা, নাক
চুলকানো এসব একদম করবেন না।
8) হাতের মধ্যে কলম বা চাবির
গোছা নিয়ে ইন্টারভিউ দিতে না যাওয়াই
ভালো।
9) ইন্টারভিউ শেষে উঠে দাঁড়ান, ইন্টারভিউ
যারা নিচ্ছেন তাদের ধন্যবাদ জানান
এবং তারপর ঘর ছাড়ুন।
উত্তর দেয়া
▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬1) মন
দিয়ে প্রশ্ন শুনুন ও বোঝার চেষ্টা করুন।
প্রথমবারে যদি প্রশ্নটি বুঝতে না পারেন,
তবে নম্রভাবে আর একবার
প্রশ্নটি করতে বলুন।
2) সংক্ষেপে উত্তর দিন, প্রয়োজন
না হলে বড় উত্তর দেবেন না।
3) উত্তর দেয়ার সময় খেয়াল রাখুন আপনার
আত্নবিশ্বাস যেন প্রতিফলিত হয় কিন্তু
সবজান্তা ভাব করবেন না।
4) কোনো উত্তর সম্পর্কে স্থির নিশ্চিত
না হলে ‘আমার মনে হয়’ বা ‘আমার যতদূর
জানা আছে’ বলে উত্তর শুরু করুন। একই উত্তর
একাধিকবার আওড়াবেন না।
5) প্রত্যেকটি শব্দ স্পষ্ট করে উচ্চারণ করুন
এবং সবাই যাতে শুনতে পান সে বিষয়ে খেয়াল
রাখুন।
6) সময় নষ্ট না করে উত্তর দিন। উত্তর
দেয়ার সময়
অযথা ঠাট্টা বা মজা করে কোনো কথা বলবেন
না।
7) উত্তর দেয়ার সময় যারা ইন্টারভিউ নিচ্ছেন
তাদের দিকে তাকিয়ে উত্তর দিন, ঘরের
আশপাশে বা বাইরে তাকিয়ে থাকবেন না।
8) আপনার বায়োডাটা সংক্রান্ত
কোনো বিষয়ে বিস্তারিত জানানোর
থাকলে সে সম্পর্কে শুধু নির্ভরযোগ্য
তথ্যগুলো দিন।
9) ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদের
সামনে টেবিল থেকে কোনো কিছু
নেয়া অসৌজন্যমূলক।
10) কোনো প্রশ্নের উত্তর দেয়ার সময় টাই
অথবা জামাকাপড় ঠিক করবেন না।
11) উঁচু গলায় প্রশ্ন এলেও উত্তর উঁচু গলায়
দেয়া যাবে না, স্বাভাবিক স্বরে উত্তর দিন।
ছোট সরল বাক্যে উত্তর দিন।
12) জানতে না চাইলে অতিরিক্ত তথ্য
জানাবেন না।
13) আপনার উত্তরের জন্য
বাহবা পেলে ধন্যবাদ জানাতে ভুলবেন না।
আচরণ ও কথোপকথন
▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬
1) গোমড়া মুখে থাকবেন না, হাসি হাসি মুখ
করে থাকুন।
2) ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদের
সঙ্গে তর্কে জড়িয়ে পড়বেন না,
যদি বিতর্কে জড়িয়ে পড়েন
তবে নম্রভাবে আপনার মত প্রকাশ করুন।
আপনার বিরুদ্ধ মত জানানোর আগে ‘মাফ
করবেন’ বা ‘কিছু মনে করবেন না’ বলে নিন।
3) একটি উত্তর দেয়ার
পরে পরবর্তী প্রশ্নে আগের উত্তরটির বিরুদ্ধ
মত প্রকাশ করা ঠিক নয়।
4) আপনার কোনো ভুল চিহ্নিত
হলে তা মেনে নিন।
5) এমনভাবে কথা বলুন যা সহজে বোঝা যায়
অথচ ফরম্যাল।
6) নিজে থেকে করমর্দন করার জন্য হাত
বাড়াবেন না, ইন্টারভিউ যারা নিচ্ছেন
তারা শেকহ্যান্ড করার জন্য হাত বাড়ালে তবেই
হাত বাড়ান।
7) আপনার আচরণে-কথাবার্তায় যেন আপনার
ব্যক্তিত্ব ধরা পড়ে।
8) উত্তর দেয়ার সময় আবেগ পরিত্যাগ করার
চেষ্টা করবেন। উত্তর দেয়ার সময় খেয়াল
রাখবেন যেন কোনো ব্যক্তি, সমষ্টি, জাতি,
ধর্ম বা রাষ্ট্র সম্পর্কে অবমাননাকর বেফাঁস
কথা বেরিয়ে না যায়।
9) আপনার কৃতিত্ব
সম্পর্কে জানতে চাওয়া হলে বিনীতভাবে যতটুকু
প্রমাণসাপেক্ষ ততটুকুই জানান,
অযথা নিজেকে জাহির করার চেষ্টা করবেন না।
10) যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদেরকে আপনার
পছন্দের বিষয় সম্পর্কে জানিয়ে সে বিষয়ে প্রশ্ন
করার অনুরোধ জানানো অন্যায় নয়,
তবে খেয়াল রাখবেন সেই বিষয়টি সম্পর্কে যেন
সত্যিই আপনার দখল থাকে।
11) ঠান্ডা মাথায় ইন্টারভিউ দিন। আপনার
মুখমন্ডল বা দেহভঙ্গি যেন কাঠ কাঠ
হয়ে না থাকে, যতটা সম্ভব সহজ-স্বাভাবিক
থাকুন এবং সহজভাবে সবকিছু মোকাবিলা করুন।
12) অতি উচ্ছবাস বা ক্রুদ্ধ কোনোটাই
হওয়া যাবে না, যদিও প্রশ্নকর্তারা আপনার
জন্য সুখকর বা বিব্রতকর কোনো প্রশ্ন
ছুঁড়ে দেন।
▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬
এছাড়াও ইন্টারভিউতে অংশগ্রহণের
ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়ের দিকেও লক্ষ্য
রাখতে হবে—
▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬
১. যে কোনোভাবে একটি চাকরি পেতে হবে—
এই মানসিকতা নিয়ে অনেকে খবরের
কাগজে বিজ্ঞাপন দেখে প্রচুর সংখ্যায় আবেদন
করতে থাকেন। এটা ঠিক নয়। বেশির ভাগ
ক্ষেত্রে দেখা যায়,
দরখাস্তকারী ইন্টারভিউতে ডাক পান না।
আবার দু্-এক জায়গায় ডাক পেলেও চাকরি পান
না। এতে মনে হতাশা জন্মায়, আত্নবিশ্বাস
নষ্ট হয়। যে ব্যক্তি যে বিষয়
নিয়ে পড়াশোনা করেছেন
এবং যিনি যে বিষয়ে পারদর্শী তার সেই বিষয়
সম্পর্কিত কোনো কাজের জন্য আবেদন
করা উচিত।
২. বিজ্ঞাপন দেখে ভালোভাবে বিচার-
বিবেচনা করে আবেদন করার পর
ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য
অপেক্ষা না করে প্রয়োজনীয়
বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা উচিত।
অনেকে ভাবেন ইন্টারভিউতে ডাক পেলে তবেই
নিজেকে প্রস্তুত করবেন। এটা ঠিক নয়।
আত্নবিশ্বাস
বাড়াতে হলে নিজেকে ভালোভাবে তৈরি করতে হব
করার সঙ্গে সঙ্গেই।
৩. ইন্টারভিউকে জীবনের একটি বিশেষ
ঘটনা হিসেবে না ধরে স্বাভাবিক
পরিণতি মনে করতে হবে। অনেকের মনে এই
চিন্তা আসে, ‘এই
ইন্টারভিউতে একটা চাকরি পেতেই হবে,
না হলে আমার সব শেষ
হয়ে যাবে ভবিষ্যতে আর
কোনো ইন্টারভিউতে ডাক পাব না, চাকরিও
পাব না’ ইত্যাদি। এই ধরনের চিন্তার প্রশ্রয়
দেয়া ঠিক নয়। এতে জীবনে হতাশা বাড়ে।
৬. ইন্টারভিউ দেয়ার সময়
কোনো অপ্রাসঙ্গিক কথা বলা একেবারেই
চলবে না। নিজেকে বুদ্ধিমান ও কাজের যোগ্য
হিসেবে প্রমাণিত করার জন্য যেটুকু
বলা প্রয়োজন সেটুকুই বলবেন।
৭. ইন্টারভিউর ফলাফল
কি হলো বা প্রার্থীকে কিভাবে তা জানানো হব
তা জিজ্ঞাসা করা একেবারেই উচিত নয়।
৮. যাবতীয় বস্তুগত প্রস্তুতির
পাশাপাশি মানসিকভাবেও প্রস্তুতি নিন।
কল্পনা করুন আপনি যথাযথভাবে ইন্টারভিউ
মোকাবেলা করছেন এবং আপনি সফল হয়েছেন।
এ ধরনের কল্পনা আপনার মানসিক
শক্তি বৃদ্ধি করবে এবং নার্ভাসনেস
কাটাতে সাহায্য করবে।
আসলে ইন্টারভিউ
নিয়ে আমরা যতটা আতঙ্কিত বা উদ্বিগ্ন হই,
ততটা আতঙ্ক বা উদ্বেগের বিষয় এটি একেবারেই
নয়। কারণ নিয়োগকর্তা উপযুক্ত
ব্যক্তিটিকে নিয়োগদানের জন্যই ইন্টারভিউয়ের
আয়োজন করেন, যাতে করে অনেকের মধ্য
থেকে যোগ্য লোকটিকে খুঁজে নিতে পারেন। তাই
অযথা আতঙ্ক বা উদ্বেগ নয়, বরং আপনার কাজ
হবে নিজেকে উপযুক্ত বা যোগ্য
করে গড়ে তোলা। আর নিজেকে যোগ্য
করে তোলার জন্য যেসব পদ্ধতি বা উপায়
গ্রহণ করা দরকার, সেগুলো গ্রহণ বা অনুসরণ
করার অর্থই হলো, আপনার প্রতিটি ধাপ
সাফল্যের সঙ্গে হাঁটা। তাই বলে সাফল্য
যে প্রথমবারেই পাওয়া যাবে, এই কঠিন
প্রতিযোগিতার যুগে এমনটি না ভাবাই ভালো।
তবে আপনি যদি নিজেকে উপযুক্ত
করে গড়ে তোলেন তাহলে সাফল্য যে আপনার
দরজায় কড়া নাড়বেই, এমন প্রত্যাশা আমরা খুব
সহজেই করতে পারি।

.........................thanks

Sunday, December 8, 2013

General Knowledge ll বর্তমান বিশ্ব
* একটা তেলাপোকা তার মাথা ছাড়া ৯ দিন
পর্যন্ত বেচে থাকতে পারে।
* সিংঘের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়।
* সামুদ্রিক হাংগর মানুষ্কে হাতের
কাছে পেলে মেরে ফেলে কিন্তুঅবাক বিষয় মানুষের
হাতেই বেশী হাংগর মারা পড়েছে।
* কাচ আসলে বালু থেকে তৈরী।
* আপনি প্রতিদিন
কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস
না করতে একবার ট্রাই করতে পারেন।
* আপনি যদি ৮ বছর ৭ মাস ৬ দিন
একটানা চিৎকার করলে যে পরিমান শক্তি খরচ হয় তা দিয়ে এক কাপ কফি অনায়েসেবানানো যাবে।
* একটি রক্ত কনিকা আমাদের পুরো দেহ
ঘুরে আস্তে সময় নেয় ২২ সেকেন্ড।
* আপনার যদি একটা তারকা গুনতে ১ সেকেন্ড
সময় লাগে তাহলে একটা গ্যালাক্সির সব
তারকা গুনতে সময় লাগবে ৩ হাজার বছর।
* অনেকের ধারনা শামুকের কোন দাত নাই। অথচ
শামুকের ২৫ হাজার দাত আছে।
* চোখ খুলে হাচি দেয়া সম্ভবনা। আয়নায় আপনি ট্রাই
করতে পারেন।
* বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে অথচ
কুকুর পারে ১০ রকম।
* পৃথিবীর প্রানীদের মধ্যে৮০ ভাগই
হচ্ছে পোকামাকড়।
* আমেরিকার ইলিনয় রাজ্য একটা অদ্ভুত আইন আছে যে কোন
মৌমাছি এই শহরেরউপর
দিয়ে উড়ে যেতে পারবে না।
* মানুষ তার জীবনের এক তৃতীয়াংশ ঘুমিয়ে কাটায়।

.......................... THANKS.
**
 কিছু মজার তথ্য জেনে নিন ::

•►বিশ্বের সবচাইতে ধনী ৩ জন
লোকেরমোট টাকার পরিমান গরীব ৪৮
টি দেশের মোট টাকার চাইতেও বেশি।

► মশারা নীল রঙের প্রতি দুর্বল!!
ঘরের বাতি নীল রঙের
হলে মশারসংখ্যা বেড়ে যেতে পারে।•

►পিঁপড়া হচ্ছে একমাত্র
প্রাণী যেটিকখনো ঘূমায় না।

•► আমরা বিভিন্ন জিনিসের স্বাদ
নেইজিহ্বা দিয়ে, আর প্রজাপতি এ
কাজটাকরে পা দিয়ে।•

► শামুক টানা তিন বছর ঘুমাতে পারে।•

►ক্যাঙ্গারু এক লাফে ৩০
ফুটযেতে পারে।

 ► আগুনের দ্বীপ বলা হয় কোনটিকে?
আইসল্যান্ডকে
► আর্জেন্টিনার প্রধান ভাষা কোনটি?
স্প্যানিশ
► চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী সাজিদ হাওলাদার আবিষ্কৃত
নতুন প্রজাতির ব্যাঙের নাম কি?
Fejer varya asmati
► বিশ্বে সাপের
কামড়ে সবথেকে বেশি লোক
মারা যায় কোন দেশে?
শ্রীলংকায়
►কয়টি দেশ নিয়ে জাতিসংঘের
যাত্রা শুরু হয়েছিল? ৫১টি
► নীল নদ বর্তমানে ১১টি দেশের
মধ্য
দিয়ে প্রবাহিত হচ্ছে, দেশ গুলো হল
Ethiopia, Sudan, South
Sudan, Egypt, Uganda,
Congo, Kenya, Tanzania,
Rwanda, Burundi,
Eritrea
► মায়ানমারের পূর্বের রাজধানীর
নাম 'Yangon'। বর্তমান রাজধানীর
নাম
'Nay Pyi Taw' (officially
spelled) ।
► এভারেস্টের চূড়া থেকে ১ম মোবাইল
কল করেন রড ব্যাবার (বৃটিশ নাগরিক্)
২১ মে ২০০৭
চায়না টেলিকম
সংস্থার স্থাপিত টাওয়ারের
সাহায্যে কলটি করেন। ব্যবহার
করেছিলেন মটোরোলার মোটোরেজর
জেড-৮ সেট।
► পৃথিবীর শীতলতম স্থান - রাশিয়ার
ভারখয়ানস্ক্।
► বাংলাদেশ জাতিসংঘ
নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত
হয়েছিল - ২ বার।
► বাংলাদেশে প্রচলিত প্রথম
কম্পিউটারের নাম কি? IBM 1620.

..............................thanks.
**

১৯৩৭ সালে এই দুই নারী প্রথম শর্ট
ড্রেস পরে !

যা অনেক লোকের এক্সিডেন্ট এর কারন
ছিল !!!
১৯৩৭ সালে এই দুই নারী প্রথম শর্ট
ড্রেস পরে !
যা অনেক লোকের এক্সিডেন্ট এর কারন
ছিল !!!     ........................THANKS.
**
 বিবাহের ৫টি উপকারিতা

বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যায় ভুগছেন? সহজ সমাধান হচ্ছে বিয়ে করে ফেলুন। শুনতে অদ্ভুত শোনালেও সত্যি যে বিয়ের স্বাস্থ্য উপকারিতা অনেক। নারী-পুরুষ উভয়ের স্বাস্থ্যের জন্য বিয়ে করা কল্যাণকর। সুখী দাম্পত্য জীবন বিষন্নতা, উদ্বিগ্নতা, বিরক্তি কমিয়ে দেয়। আসুন জেনে নেয়া যাক বিয়ের স্বাস্থ্য উপকারিতা গুলো।

১.আয়ু বাড়ে

বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে অবিবাহিতদের তুলনায় বিবাহিতরা তুলনামূলক ভাবে বেশি দিন বেঁচে থাকে।বিবাহিতদের বেশিদিন বেঁচে থাকার পেছনে সঠিক কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি।তবে ধারণা করা হয়েছে যে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা থাকার কারণে বেশি দিন শরীর সুস্থ থাকে ফলে আয়ু বৃদ্ধি পায়।

২.শরীর সুস্থ্ থাকে

বিবাহিতদের সর্দি, কাশি, ফ্লু, মাইগ্রেন ইত্যাদি অসুখ কম হয়। শুধু তাই নয়; বিবাহিতদের শরীরে ক্যান্সার, হার্টের অসুখ এবং হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও কম থাকে। গবেষকরা ১৭টি দেশের বিবাহিতদের স্বাস্থ্য অবস্থা, চিকিৎসা নেওয়ার ধরণ ও সুস্থ হওয়ার সময়কালের উপর গবেষণা চালিয়ে এই ফল পেয়েছেন। বিবাহিতদের সুস্থতার একটি কারণ হতে পারে তাঁরা একে অপরকে খারাপ অভ্যাস যেমন ধূমপান, মদ্যপান ত্যাগ করতে সাহায্য করে এবং ভালো অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখে।

৩.মানসিক স্বাস্থ্য ভালো থাকে

বিবাহিতদের মানসিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা কম থাকে।১৯৯১ সালের আমেরিকার একটি গবেষণায় দেখা গেছে যে অবিবাহিত বা বিচ্ছেদ হয়েছে এমন মানুষদের চাইতে যারা সুখী দম্পতি তাদের বিষন্নতা বা অন্যান্য মানসিক সমস্যা কম দেখা দেয়। বিবাহিত দম্পতিরা বিভিন্ন বিপদে আপদে আলাপ আলোচনা করে সমাধান করে এবং একাকীত্বে ভোগে না। তাই তাদের মানসিক স্বাস্থ্য অবিবাহিতদের তুলনায় ভালো থাকে।

৪.হার্ট ভালো থাকে

ফিনল্যান্ডের তুরকো ইউনিভার্সিটি হাসপাতালের গবেষকদের হৃদরোগ বিষয়ক ম্যাগাজিন 'ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেন্টিভ কার্ডিওলজি' প্রকাশ করেছে যে অবিবাহিতদের চেয়ে বিবাহিত ব্যক্তিদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। এমনকি বিবাহিতদের হার্ট অ্যাটাক হলেও তা অবিবাহিতদের তুলনায় দ্রুত ভালো হয়ে যায়।

৫.অসুস্থতা দ্রুত ভালো হয়ে যায়

গবেষণায় দেখা গেছে যে বিবাহিতরা অসুস্থ হলে বা বড় কোনো অপারেশন হলে অবিবাহিতদের তুলনায় দ্রুত সুস্থ হয়ে ওঠে। এর পেছনে কারণ হিসেবে ধারণা করা হয়েছে যে বিবাহিত দম্পতিরা একে অপরের অসুস্থতায় সেবা-যত্ন করে এবং সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখে। তাই বিবাহিতরা যে কোনো অসুস্থতায় অন্যদের তুলনায় দ্রুত সুস্থ হয়।

......................................THANKS. 
**
 :::কিছু আজব তথ্য:::
--------------- ----
▬►কুকুরের ঘ্রাণশক্তি মানুষের
চেয়ে ২৮,০০০
গুণ বেশি ।
▬►প্রাণীদের মধ্যে বিড়ালই
সবচেয়ে বেশি ঘুমায় (দৈনিক
১৮ঘন্টা) ।

▬►একমাত্র স্ত্রী মশাই মানুষের
রক্ত খায় ।

▬►মাছি মিনিটে ৮ কিলোমিটার
উড়তে পারে ।

▬►পুরুষ ব্যাঙই
বর্ষকালে ডাকে,আর
তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ ।

▬►হামিং বার্ড পাখি পিছনের
দিকে উড়তে পারে ।

▬►গিরগিট একই সময়ে তার চোখ
দুটিদুই
দিকেই নাড়তে পারে ।

▬►টিকটিকি এক সঙ্গে ৩০টি ডিম
পাড়ে ।

▬►মাছ চোখ খোলা রেখে ঘুমায় ।

▬►একমাএ পিঁপড়েই কোমদিন
ঘুমায়না ।

▬► সিডকা পোকা একটানা ১৭ বছর
মাটির
নিচে ঘুমায় । তারপর
মাটি থেকে বেড়িয়ে এসে চিত্কার
করতে করতে ৩
দিনের মাথায় মারা যা

.........................................THANKS. 
**

জেনে নিন মজার কিছু তথ্য

→ ভুটান হল বিশ্বের প্রথম ধূমপানমুক্ত
দেশ!!

→ ব্রাজিলের এক জাতের বাদাম গাছ প্রায়
২০০ ফুট দীর্ঘ হয় এবং বড় হতে সময়
লাগে কয়েক যুগ। এরপর গাছ থেকে পাঁচ পাউন্ড
ওজনের বাদাম ভরা ফল মাটিতে পরে!!

→ "যদি পৃথিবীর সকল
মৌমাছি কোনো কারনে মারা যায়
তবে পৃথিবী থেকে ৪ বছরের মধ্যে মানুষ নামক
প্রাণীর বিলুপ্তি ঘটবে!!"

→ এবার একটি মজার তথ্য
দিই!!"Yahoo"
তে দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় সার্চ আইটেম
হল Google!!

→ কুকুরের গন্ধ শোকার ক্ষমতা মানুষের
চাইতেও ১০০০ গুন বেশী ।

→ প্রতিদিন মহিলারা গড়ে ৭০০০ বাক্য
বলে থাকে, আর পুরুষরা বলে থাকে ২০০০
বাক্য।

→ ৮৮% মানুষই ডানহাতি হয়ে থাকে।
 
 → চিংড়ির হ্রৎপিন্ড মাথায় থাকে ।
..................THANKS.
**

বিখ্যাত মানুষদের জীবনের কিছু কথাঃ
* বলিউড অভিনেতা শাহরুখ খান মুম্বাইতে এসে বেঞ্চে ঘুমাতেন, প্রতিদিন কাজ খোজার জন্য বের হওয়ার আগে বন্ধুর কাছে ২০ টাকা করে ধার নিতেন!!
* হলিউড অভিনেতা ব্রাড পিট প্রথম জীবনে 'এল পল্লো লোসো' নামের এক রেস্টুরেন্টে মোরগের ড্রেস পরে হোটেলবয় এর কাজ করতো।
* আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মুচির দোকানে কাজ করতেন।
* আবুল কালাম (ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি) ছিলেন গরীব ঘরের সন্তান। তাঁর বাবা ছিলেন একজন মাঝি।তবুও তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিলেন।
* নিকোলাস ক্রেজ 'ফেয়ারফ্যাক্স'থিয়েটারেপপকর্নবিক্রি করতো।
* বিখ্যাত গায়ক বন জোভি প্রথম জীবনে বাড়িঘর সাজানোরডেকোরেটরের কাজ করতো।
* হলিউড অভিনেতা 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' খ্যাত জনি ডেপ ছোটোবেলায়
রাস্তায় রাস্তায় বল পয়েন্ট কলম বিক্রি করতো !!
* আন্ড্রু কার্নেগী প্রচুর গরীব ঘরের ছেলে ছিলেন, তিনি একটি খামারে কাজ করতেন। পরে তিনি আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়েছিলেন।
* থমাস এলভা এডিসনকে ছোটবেলায় সবাই বোকা, গাধা বলে রাগাত। তিনি পড়াশোনায় ভালো ছিলেন না। তবু তিনি একজনবিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিলেন।
* ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনী প্রথম জীবনে ট্রেনের টিকেট কাউন্টারে বসতেন ।
তারা পেরেছে, আপনি বা আমি পারবো না কেনো ????
[ সংগৃহীত ]



...................................THANKS. 
**
  আসুন মজার কিছু তথ্য জেনে নেয়া যাক :

* বিমানের পেছনের অংশ
বসার জন্য সবচেয়ে নিরাপদ
স্থান!!

* প্রতি বছর প্রায় ২০-২৫
লাখ ব্যাঙ মারা যায়
জীববিজ্ঞান প্রাকটিক্যাল
করার জন্য!!

* শুধু মানুষ নয়,
আয়না দেখে নিজেদের
চিনতে পারে আরো দুটো প্রানি,
শিম্পাঞ্জি এবং ডলফিন!!

* সৌদি আরবের
পতাকা কখনোই কোনো অবস্থাই
অর্ধনমিত করা হয় না।। কারন,
এতে পবিত্র কালেমা রয়েছে।।

*"গ্রহরাজ"
হিসেবে পরিচিত "বৃহস্পতি"
গ্রহটি পৃথিবীর চেয়ে ১৩০০
গুন বড়!!

* একজন মানব শিশু
হাঁটা শেখার পূর্বে গড়ে ১৫০
কিলোমিটারের
মতো হামাগুড়ি দেয়!!!

* একজন মানুষ কোনো খাবার
না খেয়ে বাঁচতে পারে এক মাস,
কিন্তু পানি পান না করলে এক
সপ্তাহের
বেশি বাঁচতে পারে না!!

* আমরা তো খাবার খেয়েই
ভাবি কাজ শেষ!! এ খাবার
পুরোপুরি হজম করতে পেটের
কতক্ষণ সময় লাগে জানেন??
প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা!!


 • আমেরিকার কলাম্বিয়া প্রদেশে মেয়ের বাসর রাতে তার মার উপস্থিতি বাধ্যতামূলক!!

• লেবাননের আইন অনুসারে কোনপুরুষ লোক গৃহপালিত পশুর সাথে সহবাস করতে পারে!! কিন্তুপশুটা অবশ্যই মাদী হতে হবে!! মদ্দা পশুর সাথে সহবাসকরার শাস্তি হলো মৃত্যুদন্ড!!

• গুয়ামের আইন অনুসারে কোন কুমারী মেয়ে বিয়ে করতে পারেনা!! তাই কিছু লোক আছে যারা পয়সার বিনিময়ে কুমারিত্বের অভিশাপ মুক্ত করার কাজ করে!!
মেয়ের বাবা-মা সাধারনতঃ এই কাজের জন্য অনেক টাকা থরচ করেন!! মজার বিষয় হলো এরা কাজ শেষে সার্টিফিকেট দেয়!!

• হংকং এর আইন অনুসারে কোন মেয়ের স্বামী পরকীয়া করলে তাকে সে খুন করতে পারে!!
তবে খুনটা করতে হবে খালি হাতে!! আর যে মেয়ের সাথে পরকীয়া প্রেম করছিল,
তাকে খুন করার জন্য যেকোন অস্ত্র ব্যবহার করা যাবে!!

..............................thanks. 
**

►শ্রীলংকা হচ্ছে একমাত্র
অমুসলিম দেশ
যেখানে টেলিভিশনে এবং রেডিও
ওয়াক্ত
আযান সম্প্রচার
করা হয়ে থাকে!!

► শুধুমাত্র একটি মাত্র খাবার
রয়েছে পৃথিবীতে যেটি পঁচেযায়
না। বলুন তো সেটি কী? -মধু।

► কুমির তার জিভ বাইরে বের
করতে পারেনা!

► শামুক প্রয়োজনে টানা তিন
বছর
ঘুমিয়ে কাটাতে পারে!

►প্রজাপতি তার পায়ের
সাহায্যে সবকিছুর স্বাদ অনুভব
করে থাকে!

►পৃথিবীতে হাতী হচ্ছে একমাত্র
প্রাণী যারা লাফ
দিতে পারেনা!
তথ্যগুলো ভালো লাগলে লাইকও
শেয়ার করুন। 

.....................................thanks.
**

আসুন কয়েকটি গুরুত্বপূর্ণ
কথা জানি......

## চারটি জিনিস যা মানুষের
শরীরকে অসুস্থ
করে দেয়.....
১. অতিরিক্ত কথা বলা।
২. অতিরিক্ত ঘুমানো।
৩. অতিরিক্ত খাওয়া। ৪. অতিরিক্ত
মেলামেশা করা (বিশেষজনের সাথে)।
## চারটি জিনিস যা মানুষের
শরীরকে ভেঙ্গে দেয়.....
১. উদ্ধেগ।
২. বিষণ্ণতা।
৩. ক্ষুধা। ৪.
রাতে দেরিতে ঘুমাতে যাওয়া।
## চারটি জিনিস যা মানুষের
মুখকে শুকনো দেখায়
এবং মুখের সুশ্রী কেড়ে নেয়.....
১. মিথ্যাবাদিতা।
২. বেহায়াপনা/ লজ্জাহীনতা। ৩.
অযথা বিতর্ক করা।
৪. ব্যভিচার করা।
## চারটি জিনিস যা মানুষের মুখের
সৌন্দর্য্য
বৃদ্ধি করে.....
১. ধার্মিকতা/ ধর্মানুরাগ/
কর্তব্যনিষ্ঠা। ২. বিশ্বস্ততা।
৩. মহত্ত্ব/দয়াশীলতা। ৪. অন্যের
প্রতি সহায়ক হওয়া।
## চারটি জিনিস যা মানুষের রিজিক
হ্রাস
করে.....
১. সকালে ঘুমাতে যাওয়া/
সকালে ঘুমানো।
২. নিয়মিত নামাজ না পড়া।
৩. অলসতা। ৪. বিশ্বাসঘাতকতা/
অসাধুতা। ## চারটি জিনিস যা মানুষের
রিজিক
বৃদ্ধি করে.....
১. গভীর রাতে (নফল) নামাজ পড়া।
২. আল্লাহর কাছে অত্যাধিক অনুতাপ
করা।
৩. নিয়মিত দান-সদকা করা।
৪. বেশী বেশী আল্লাহকে স্মরণ করা।
আসুন, নিজে ভাল কাজ করি ও
আরেকজনকে উৎসাহিত
করি
............................................thanks. 
**
 * আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০
টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস
না করলে এক দিন ট্রাই করতে পারেন।
* আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন
একটানা চিৎকার করলে যে পরিমান
শক্তি খরচ হয় তা দিয়ে এক কাপ
কফি অনায়েসে বানানো যাবে।
* একটি রক্ত কনিকা আমাদের পুরো দেহ
ঘুরে আসতে সময় নেয় ২২ সেকেন্ড।
* আপনার যদি একটা তারকা গুনতে ১
সেকেন্ড সময়
লাগে তাহলে একটা গ্যালাক্সির সব
তারকা গুনতে সময় লাগবে ৩ হাজার বছর।
* অনেকের ধারনা শামুকের কোন দাত নাই।
অথচ শামুকের ২৫ হাজার দাত আছে।


.................................thanks.

**
নামাজের অবিশ্বাস্য
১১টি উপকারিতাঃ-


১/ নামাজে যখন সিজদা করা হয়
তখন আমাদের মস্তিস্কে রক্ত
দ্রুত প্রবাহিত হয় ফলে আমাদের
স্মৃতি শক্তি অনেকবৃদ্ধি পায়।

২/ নামাজের যখন আমরা দাড়াই
তখন আমাদের চোখ
জায়নামাজের সামনের ঠিক
একটি কেন্দ্রে স্থির
অবস্থানে থাকে ফলে মনোয
বৃদ্ধি পায়।

৩/ নামাজের মাধ্যমের আমাদের
শরীরের একটি ব্যায়াম
সাধিত হয় এটি এমন
একটি ব্যায়াম
যা ছোট বড় সবাই করতে পারে।

৪/ নামাজের মাধ্যমে আমাদের
মনের অসাধারন পরিবর্তন
আসে।

৫/ নামাজ সকল মানুষের দেহের
কাঠামো বজায়
রাখেফলে শারীরিক
বিকলঙ্গতা লোপ পায়।

৬/ নামাজ মানুষের ত্বক
পরিষ্কার রাখে যেমন ওজুর সময়
আমাদের দেহের মূল্যবান
অংশগুলো পরিষ্কার করা হয় এর
ফলে বিভিন্ন প্রকার জীবানু
হতে আমরা সুরক্ষিত থাকি।

৭/ নামাজে ওজুর সময় মুখমন্ডল
তিন বার ধৌত করার ফল
আমাদের মুখের ত্বক উজ্জল হয়
এবং মুখের দাগ কম দেখা যায়।

৮/ ওজুর সময় মুখমন্ডল
যেভাবে পরিস্কার করা হয়
তাতে আমাদের মুখে একপ্রকার
মেসেস
তৈরি হয় ফলে আমাদের মুখের
রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলিরেখা কমে যায়।

৯/ কিশোর বয়সে নামাজ আদায়
করলে মন পবিত্র থাকে এর
ফলে নানা প্রকার অসামাজিক
কাজ সে বিরত থাকে ।

১০/ নামাজ আদায়
করলে মানুষের
জীবনী শক্তি বৃদ্ধি পায়।

১১/ কেবল মাত্র নামাজের
মাধ্যমেই চোখের নিয়ম মত
যত্ন নেওয়া হয় ফলে অধিকাংশ
নামাজ আদায় কারী মানুষের
দৃষ্টি শক্তি বজায় থাকে।
.............................thanks. 
**

গিনেস বুক অব রেকর্ডস এ বাংলাদেশ:
--------------- --------------- ------------
১) বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় ব'
দ্বীপ
(Delta)।
২) সবচেয়ে বড় শিল পড়েছিলো ২.২
পাউন্ড
ওজনের, গোপালগন্জে ১৪ এপ্রিল ১৯৮৬
সালে। এই ঝড়ে ৯২ জন মারা যায়।
৩) সবচেয়ে বড় মানববন্ধন ১১ ডিসেম্বর
২০০৪ সালে।৫০ লাখ লোক
নিয়ে আওয়ামী লীগ ৬৫২ মাইল লম্বা এ
মানব
বন্ধন করেছিলো টেকনাফ
থেকে তেতুলিয়া পর্যন্ত।
৪) বগুড়ার মোহাম্মদ রজব আলী। উনার
নাতিনাতনীর সংখ্যা ৫ শতাধিক। ১১৫
বছর
বয়সে তিনি মারা যান । গিনেস
বুকে তার নাম
সুপার গ্রান্ড ফাদার হিসেবে উল্লেখ করা আছে।
৫) জোবেরা রহমান লীনু জাতীয়
টেবিল
টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন
হিসেবে নাম লিখিয়েছেন গিনেস
বুকে!
৬) সবচেয়ে কম বয়সী বিবাহিত দম্পতি।
১৯৮৬ সালে আমিনপুর, পাবনাতে দু
পরিবারের দ্বন্দ মেটাতে ১১ মাসের
এক
ছেলের সাথে ৩ মাসের এক মেয়ের
বিয়ে দেয়া হয়!
৭) আর আজ প্যারেড
গ্রাউন্ডে সৃষ্টি হলো মানবপতাকা তৈর
বিশ্ব রেকর্ড; অংশ নিল ২৭ হাজার ১১৭
জন। বিশ্বের সবচেয়ে বড় মানব
পতাকা তৈরি করে গিনেজ বুকে নাম
লেখালো বাংলাদেশ
........................................................thanks. 
**
 তথ্য গুলো জেনে নিন;

- পৃথিবীর মোট রাষ্ট্র ২২৮ টি।
- পৃথিবীর স্বাধীন রাষ্ট্র ১৯৬ টি।
- পৃথিবীতে মোট মুসলিম রাষ্ট্র ৬৫ টি।
- OIC ভুক্ত মুসলিম রাষ্ট্র ৫৭ টি।
- সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র
'কসোভা' (ইউরোপ)।
- পৃথিবীর মোট রাষ্ট্রসংখ্যার অনুপাতে
মুসলিম রাষ্ট্রের হার ২৬%।
¤ পৃথিবীর মুসলিম জনসংখ্যা ১৪২ কোটি।
¤ পৃথিবীর জনসংখ্যার অনুপাতে মুসলিম
জনসংখ্যার হার ২৩.১৮% ।
¤ জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম মুসলিম
রাষ্ট্র ইন্দোনেশিয়া।
¤ জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম মুসলিম
রাষ্ট্র মালদ্বীপ।
¤ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম
মুসলিম শহর করাচী (পাকিস্তান)।
¤ মুসলিম সংখ্যালঘিষ্ঠ রাষ্ট্রগুলোর
মধ্যে যে সবচে'বেশি মুসলমান বাস
করে ভারতে (১৬%)

¤ মোট জনসংখ্যার অনুপাতে বিভিন্ন

মহাদেশের মুসলিম
জনসংখ্যার শতকরা হার::::
- এশিয়া- ২৪%
- ইউরোপ- ১%
- আফ্রিকা- ৫৯%
- উত্তর আমেরিকা- ১.৫%
- দক্ষিণ আমেরিকা- ০.৫০%

......................................................thanks.(18.12.2013)
**
 
জেনে নিন মজার কিছু তথ্য

* ভুটান হল বিশ্বের প্রথম ধূমপানমুক্ত
দেশ !!

* ব্রাজিলের এক জাতের বাদাম গাছ প্রায়
২০০ ফুট দীর্ঘ হয় এবং বড় হতে সময়
লাগে কয়েক যুগ। এরপর গাছ থেকে পাঁচ
পাউন্ড ওজনের বাদাম ভরা ফল
মাটিতে পরে !!

* "যদি পৃথিবীর সকল
মৌমাছি কোনো কারনে মারা যায়
তবে পৃথিবী থেকে ৪ বছরের মধ্যে মানুষ নামক
প্রাণীর বিলুপ্তি ঘটবে!!"

* এবার একটি মজার তথ্য দিই! !"Yahoo"
তে দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় সার্চ
আইটেম হল Google !!

* কুকুরের গন্ধ শোকার ক্ষমতা মানুষের
চাইতেও ১০০০ গুন বেশী ।

* প্রতিদিন মহিলারা গড়ে ৭০০০ বাক্য
বলে থাকে, আর পুরুষরা বলে থাকে ২০০০
বাক্য।

* ৮৮% মানুষই ডানহাতি হয়ে থাকে।

* চিংড়ির হ্রৎপিন্ড মাথায় থাকে ।
........................................thanks.
** বিল গেটস ধনী এটা সবাই জানেন,
কতটা ধনী এটা জানতে নিচের তথ্য
গুলো দেখুন। অবাক হয়ে যাবেন নিশ্চিত
:
* প্রতি সেকেন্ডে তিনি নাকি ২৫০ ইউ এস
ডলার আয় করেন, মানে এক দিনে ২০ মিলিয়ন
আর এক বছরে ৮ বিলিয়ন।

* তিনি পৃথিবীর প্রত্যেক মানুষকে যদি ১৫
টাকা করে দান করেন তবুও তার পকেটে ৫
মিলিয়ন ইউ এস ডলার পড়ে থাকবে !!

* আমেরিকা ৫.৬২ ট্রিলিয়ন ডলার ঋণী অন্য
কিছু দেশের কাছে অনেকদিন থেকে। বিল গেট্স
এর কাছে যদি এই ঋণ শোধ করার দায়িত্ব
দেওয়া হয় তাহলে তিনি তা ১০ বছরের
আগে শোধ করে দিতে পারবেন।

* বিল গেটস যদি একটি দেশ হতেন
তাহলে তিনি পৃথিবীর ৩৭ তম ধনী দেশ
হিসেবে স্বীকৃতি পেতেন।

* তার হাত থেকে যদি ১ হাজার
টাকা পড়ে যায় তবে তার সেই টাকা তুলার
কোন দরকারই পরবে না কারন যে ৪
সেকেন্ডে তিনি টাকা তুলবেন সেই সময়ের
ভেতর অলরেডি তার থেকেঅনেক বেশি আয়ই
হচ্ছে অন্যদিকে।

* তিনি তার ইউনিভার্সিটির এক
টিচারকে তার নিজের কথা উল্লেখ
করে বলেছিলেন তার যখন ৩০ বছর হবে তখন
তিনি মিলিয়নার হবেন কিন্তু তিনি বিলিওনার
হন ৩১ এর আগে।

* যদি বিল গেট্স এর সব টাকাকে এক ডলারের
নোট করা হয়, তাহলে সেই টাকা দিয়ে চাঁদ
থেকে পৃথিবী পর্যন্ত ১৪
টা রাস্তা বানানো যাবে। কিন্তু সেই
রাস্তা নন-স্টপ ১,৪০০ বছর
ধরে বানাতে হবে !!!!

* তিনি যদি ৭৭ বছর পর্যন্ত বেঁচে থাকেন
তাহলে তাকে ৬.৭৮ মিলিয়ন ডলার প্রতিদিন
খরচ করতে হবে পরকালে যাবার আগে শেষ
করতে চাইলে।

........................................thanks. 
**
  কিডনি এবং কিডনি রোগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
►মানুষের দুটো কিডনি প্রতিদিন প্রায় ১৭০ লিটার রক্ত পরিশোধিত করে শরীরকে সুস্থ রাখে?
►দুটো কিডনিতে প্রায় ২০-২৫ লাখ ছাঁকনি রয়েছে, যা অনবরত রক্তকে পরিশোধিত করে যাচ্ছে।
►কিডনি রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে এবং অস্থি শক্তিশালী করে থাকে।
►শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য একটি কিডনিই যথেষ্ট।
►কিডনির প্রধান রোগ নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রম, যা কিডনির ছাঁকনি বা ফিলটার মেমব্রেনকে ক্ষতবিক্ষত করে। এর কারণে শরীর থেকে অত্যাবশ্যকীয় প্রোটিন বেরিয়ে যায়।
►প্রস্রাব প্রদাহ কিডনির একটি সাধারণ রোগ হলেও শিশুদের ক্ষেত্রে মারাত্মক হতে পারে।
►ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ কিডনি রোগ নয়, তবু কিডনিকে আক্রান্ত করে কিডনির কার্যকারিতা কমিয়ে মারাত্মক জটিলতার সৃষ্টি করে।
►যেসব রোগ কিডনিকে আক্রান্ত করে কিডনির কার্যকারিতা বিনষ্ট করে বা কিডনি ফেইলিয়র হয় এদের মধ্যে ১. নেফ্রাইটিস ২. ডায়াবেটিস এবং ৩. উচ্চ রক্তচাপ। সুতরাং প্রাথমিক পর্যায়ে এসব রোগের চিকিত্সায় যত্নবান হন।
►দুটো কিডনি ৯০ ভাগ অকেজো হওয়ার পরই কেবল ডায়ালাইসিস বা কিডনি সংযোজনের মতো চিকিত্সার প্রয়োজন হয়।
►জীবিত অবস্থায় আপনি আপনার একটি কিডনি কেবল বাবা-মা, ভাই-বোন, ছেলে-মেয়েকে নির্ভয়ে দান করতে পারেন। এদের ভেতর রক্তের গ্রুপ বা টিস্যু টাইপ না মিললে তখন আপন চাচা, মামা, ফুফু, খালা বা স্বামী-স্ত্রী একে অপরকে কিডনি দান করতে পারেন।
►মৃত ব্যক্তি (ব্রেনডেথ-ভেন্টিলেটরে থাকা অবস্থায়), আত্মীয়-অনাত্মীয় সবাইকে কিডনি দান করতে পারে।
►আকস্মিক কিডনি বিকল রোগে তাত্ক্ষণিক চিকিত্সা অনেক রোগীকে সুস্থ-স্বাভাবিকজীবন ফিরিয়ে দিতে পারে।
►অতিরিক্ত ডায়রিয়া, বমি ও রক্তক্ষরণ আকস্মিক কিডনি বিকল হওয়ার প্রধান কারণ।
►মেয়েদের গর্ভকালীন উচ্চ রক্তচাপ পরবর্তী পর্যায়ে কিডনি রোগের কারণ হতে পারে।

...................................THANKS. 
**

 সম্পর্কের কয়েকটা ফ্যাক্টঃ


১. চুমু খাওয়া স্বাস্থ্যকর!
২. ছেলেরা যদি কোন মেয়েকে অপমান
করে,
এর অর্থ সে তাকেপছন্দ করে ।
৩. 89% মেয়েই ছেলেদের কাছ
থেকে প্রথমে প্রপোজ আশা করে ।...
৪. একটা মেয়েকে পেছন থেকে যখন
তার বয়ফ্রেন্ড কোমড়
জড়িয়ে ধরে,এটা সে সবচেয়ে বেশী পছ
করে
৫. স্ত্রীরা সেই
মুহূর্তটা ভালবাসে যখন তাদের
স্বামীরা তাদেরকে টাই
বেঁধে দিতে কিংবা কোটটা পড়িয়ে দিত
৬. ছেলেরা তাদের পছন্দের
মেয়েকে রাগিয়ে লাল
টুকটুকে চেহারাখানা দেখতে ভালোবাস
৭. সত্যিকারের বন্ধুরা কখনোই আপনার
বন্ধুত্বের পরীক্ষা নিবে না
৮. পৃথিবীতে কেউ না কেউ অবশ্যই
আছে যার
চোখের জলকে আপনি নিজের জীবনের
চাইতেও
বেশী মূল্য দেন.
৯. যদি আপনি অন্তর
থেকে কাউকে চান,
জেনে রাখুন সেই মানুষটাও
আপনাকে ভেবেই ঘুমুতে যায় ১০।
৯৯% ছেলে তার ভালোবাসার
মানুষকে নিয়ে ঘুমানোর
আগে চিন্তা করে!!

.............thanks. 
**
 পৃথিবী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য>>
* প্রাচীনতম দেশ : সানমারিনো; ৩০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত।
* সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ : ভারত।
* সর্বাধিক ব্যবহৃত ভাষা : মান্দারিন (চীনা); শতাধিক কোটি মানুষ এটি ব্যবহার করে।
* বৃহত্তম রাজধানী শহর (জনসংখ্যায়) : টোকিও (জাপান)
* বৃহত্তম নগর (জনসংখ্যায়) : সাংহাই (চীন)
* উষ্ণতম স্থান : দালোল, দেনাকিল ডিপ্রেসন, ইথিওপিয়া
* বৃহত্তম মরুভূমি :
- উষ্ণমণ্ডলীয়: সাহারা, উত্তর আফ্রিকা; ৯১,০০,০০০ বর্গকিলোমিটার।
- উপকূলীয়: আতাকামা, চিলি; ১৩৯,৮৬০ বর্গকিলোমিটার।
- নাতিশীতোষ্ণ: গোবি মরুভূমি, চীন; ১২,৯৫,০০০ বর্গকিলোমিটার।
* বৃহত্তম আগ্নেয় দ্বীপ : সুমাত্রা, ইন্দোনেশিয়া; আয়তন ১,৭১,০৬৯ বর্গমাইল
* আর্দ্রতম স্থান : মসিনরাম, আসাম, ভারত
* আর্দ্রতম জনবসতিপূর্ণ স্থান : বুয়েনা ভেনতিয়া, কলম্বিয়া
* শুষ্কতম স্থান : আতাকামা মরুভূমি, চিলি

* ছিদ্রায়িত রাষ্ট্র : ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সানমারিনো রাষ্ট্র অবস্থিত
 **
  প্রশ্নঃ হস্তমৈথুনের কারনে কি কোন সমস্যা হয় ?

উত্তরঃ হস্তমৈথুন একটি স্বাভাবিক ক্রিয়া। জীবনের কোন না কোন সময় অনেকেই তা করে রাখে। বর্তমান বিজ্ঞানিরা হস্তমৈথুনে সমস্যা নেই বললেও মাত্রাতিরিক্ত করলে ক্ষতির নজীর রয়েছে। এর বিশেষ ক্ষতিকারক দিক মানসিক ভাবে হয়। এবং তা ধিরে ধিরে। সিগারেট খেলেই যেমন ক্যান্সার হয়ে মারা যায় না, ঠিক তেমন। তাই মনে রাখতে হবে, অতিরিক্ত কোন কিছু ভালনা। আর সাথে এটাও মনে রাখতে হবে, ইসলামে হস্তমৈথুন সম্পূর্ণ হারাম।

প্রশ্নঃ লিঙ্গ বড় করার কোন মালিশ, ওষুধ, ক্রিম, মেশিন কি আছে?

উত্তরঃ নাই … নাই…নাই , বাজারে যত মালিশ, ওষুধ, ক্রিম, মেশিন আছে সব ভুয়া। এরসাথে বিজ্ঞানের কোন সম্পর্ক নাই।

প্রশ্নঃ যৌন শক্তি বাড়াবো কিভাবে?

উত্তরঃ ভালো খাবার দাবার থেকেই মানুষ যৌন শক্তি পেয়ে থাকে। এবং গবেষকরা দেখেছেন দুধ ও ডিম এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। এ ছাড়াও পেঁয়াজ, রসুন, আদা, মধু, খাজুর ইত্যাদি ভালো কাজ করে।

প্রশ্নঃ গার্লফ্রেন্ডের হাত ধরলে কিংবা বেশী আবেগি হয়ে গেলে, কিংবা ফোনালাপ হলে লিঙ্গ দিয়ে পাতলা তরল পদার্থ বের হয়। কেন?

উত্তরঃ যদি এমনি হয়, তাহলে ভাববেন আপনি সুস্থই আছেন। কেননা এটা স্বাভাবিক একটা ব্যাপার। ভয় পাবার কিছু নাই।

 বসতিপূর্ণ শুষ্কতম স্থান: আসওয়ান, মিশর

প্রশ্নঃ আমার লিঙ্গ কাঠের মতো শক্ত হয় না। কোনো সমস্যা আছে নাকি? থাকলে কী করব?

উত্তরঃ লিঙ্গ কখনো কাঠের মতো শক্ত হয় না। যারা এমন বলে তারা অতিরিক্ত বলে। উত্তেজনা আশার পর লিঙ্গ শক্ত হয় এবং লম্বা হয়। এরকম লিঙ্গ দিয়ে যৌনসঙ্গম করতে কোনো সমস্যা হয় না। আপনার যদি এ কাজে সমস্যা না হয় তাহলে ঠিকই আছে।

জিজ্ঞাসা- ৪ ‍: সতিচ্ছেদ
পর্দা দেখে কি আমি প্রমাণ
করতে পারবো কোনো মেয়ে ভার্জিন
কি না?
সমাধানঃ না পারবেন না। বয়স
বাড়ান সাথে সাথে সতিচ্ছেদ
পাতলা হয়ে আপনা আপনি ই
ছিড়ে যায়। তাছাড়া যেসব
মেয়ে দৌড়-লাফ বা অন্যন্য কসরত
বেশী করে তাদের সতিচ্ছেদ
ছিড়ে যায়। কোরো সতিচ্ছেদ
ছেড়া পাওয়া গেলে কোনোভাবেই
এটা প্রামাণিত হবে না সে ভার্জিন
নয়।
জিজ্ঞাসা- ৫ ‍: প্রথম
সেক্সে কোনো মেয়ে কি ব্যাথা পায়?
সমাধানঃ বেশির ভাগ ক্ষেত্রেই পায়।
তবে খুব বেশী উত্তেজিত
থাকলে এবং প্রচুর মিউকাস ক্ষরণ
হলে ব্যাথা পায় না। সেজন্য উচিত
ভালোমতো উত্তেজিত করার পর সেক্স
করা।
জিজ্ঞাসা- ৬ ‍: যদি ভুল
করে কারো সাথে অনিরাপদ সেক্স
করে ফেলি এবং গর্ভবতী হবার
আশংকা থাকে তাহলে মেয়েটি কি ফেমি
পিল খাবে?
সমাধানঃ প্রথমত, ধর্মীয় বিধান
মেনে চলুন। বিয়ে বহির্ভূত
সেক্সে কোনোভাবেই সমর্থন যোগ্য নয়।
তবে কেউ যদি ভুল করেই বসে প্রচলিত
জন্মনিরোধক পিল (ফেমিকন জাতীয়)
কোনো কাজেই আসবেনা।
কেননা এগুলো খেতে হয় 1 মাস আগ
থেকেই। সেক্ষেত্রে 72 ঘন্টার
মধ্যে “ইমার্জেন্সি পিল” খেতে হবে
জিজ্ঞাসা- ৭ ‍: ডেন্জার প্রিয়ড কি?
সমাধানঃ যেসময়ে সেক্স
করলে মেয়েটি গর্ভবতী হবার
সম্ভাবনা বেশী তাকে ডেন্জার
প্রিয়ড বলে। মিন্সট্রুয়েশন (মাসিক)
শেষ হবার 10ম দিন থেকে 20তম দিন
পর্যন্ত চান্স বেশী থাকে। অন্য
সময়গুলোতেও গর্ভধারণ
হবেনা এটা নিশ্চিতভাবে বলা যাবে ন
জিজ্ঞাসা- ৮ ‍:
মেয়েরা কি মাস্টারবেশন করে?
সমাধানঃ আমেরিকান জরীপ মতে 92
ভাগ ছেলে ও 62 ভাগ
মেয়ে মাস্টারবেশন করে।
জিজ্ঞাসা- ৯ :
মেয়েরা কিভাবে মাস্টারবেশন করে?
সমাধানঃ ক্লাইটোরিয়াস
কে নাড়াচাড়া করার
মাধ্যমে অথবা ভাইব্রেটর মেশিন
দিয়ে ক্লাইটোরিয়াসকে ভাইব্রেশন
দেবার মাধ্যমে তারা অর্গাজম
(যৌনতৃপ্তি) পেতে পারে।
জিজ্ঞাসা- ১০ ‍: সেক্স না করেও
কোনো মেয়েকে কি তৃপ্তি দানকরা সম্ভব?
সমাধানঃ হ্যা সম্ভব। ক্লাইটোরিয়াস
এ নাড়াচাড়া করে তাদের
তৃপ্তি দেয়া সম্ভব।

..................thanks. 
**
 যারা ১বার
হস্তমৈথুন করে অভ্যস্ত
হয়ে গেছে তারা যতদিন পর্যন্ত
কাচা মাংসের ঘ্রান
না পাবে ততদিন পর্যন্ত এটা করবেই।
যাদের
উত্তেজনা বেশী তারা তো কোনভাবেই
এটা কন্ট্রোল করতে পারবেনা। তাই
কিছু
ফর্মূলা দিচ্ছি যাতে করে আপনার
হস্তমৈথুনের পরিমান কিছুটা হলেও
কমে আসে।

১. উত্তেজিতকর খাবার কম খেতে হবে।
যেমন: গরুর মাংস, দুধ, কাচা পেয়াজ,
রসুন, খেজুর ইত্যাদি...!!

২. কখনো রুমে দরজা বন্ধ
করে একা বসে থাকবেন না। কারন
একা বসে থাকলে মানুষের মনে সব
অবাস্তব চিন্তা এসে ভর করে।
জানেন ইতো অলস মস্তিস্ক
শয়তানের কারখানা।

৩. গরম পরিবেশে থাকনে না। রুমের
দরজা জানালা খোলা রাখবেন।
বেশী গরম অনুভব করলে গোসল
করে নিবেন।

৪. পিসি মোবাইল থেকে পর্ণ
মুভি রিমুভ করে দিবেন। মনে রাখবেন
মোবাইলে পর্ণ
মুভি রেখে তা নিয়ে আপনি মসজিদে গেলে আপনার
নামাজ তো হবে দুরের
কথা আরো অনেক বেশী গুণাহ হবে।

৫. সবসময় নিজেকে কোন না কোন
কাজে ব্যস্ত রাখুন। অশ্লীল
চিন্তা কম করুন।

৬. যদি ১বার উত্তেজিত হয়ে যান
তাহলে ভুলেও পেনিসে হাত দিবেন
না। বরং হস্তমৈথুনের
অপকারী দিকগুলো নিয়ে চিন্তা করবেন।

৭. ৫ ওয়াক্ত নামাজ পড়ুন ।
তাহলে অন্তত যতটুকু সময় নামাজ
পড়বেন ততটুকু সময় বিভিন্ন ধরনের
পাপ কাজ থেকে নিজেকে বিরত
রাখতে পারবেন।

৮. সবসময় পাক-পবিত্র থাকার
চেস্টা করুন।

মনে রাখবেন ১বার যদি কোন
নারী আপনার পুরুষত্ব
নিয়ে প্রশ্ন তুলে তাহলে এর মত
লজ্জার আর কিছু নেই।

আশা করি আমি যা বলেছি হস্তমৈথুন
কমানোর জন্য এর চেয়ে আর কোন ভাল
উপায় নেই। পুরুষত্বহীনতার মূল
কারনই হল হস্তমৈথুন।

..........thanks
**

‘‘পৃথিবীর সব মেয়েদের ভেতর অলৌকিক একটা ক্ষমতা থাকে।
কোন পুরুষ তার প্রেমে পড়লে মেয়ে সঙ্গে সঙ্গে তা বুঝতে পারে।
এই ক্ষমতা পুরুষদের নেই।

তাদের কানের কাছে মুখ নিয়ে কোন মেয়ে যদি বলে-
‘শোন আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমি মরে যাচ্ছি।'...
তারপরেও পুরুষ মানুষ বোঝে না।
সে ভাবে মেয়েটা বোধ হয় এ্যাপেনডিসাইটিসের ব্যাথায় মরে যাচ্ছে!’’

--- হুমায়ূন আহমেদ

..........thanks.
**

 কিছু ভুল ধারনা:-


১. রক্ত দান করার সময় মোটেও ব্যথা লাগে না। শুধূমাত্র সূচ ফোটানোর সময় অল্প একটু অস্বস্তি লাগে।

২. রক্তদানের পর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে - এটি ভুল ধারণা। আসলে রক্তদান করলে হৃদরোগেরঝুঁকি কমে এবং দেহে মাত্রাতিরিক্ত আয়রন বা লৌহ সঞ্চয়
প্রতিরোধ করে।

৩. ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি রক্ত দিতে পারবে না - এটিও ভুল ধারণা। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বিবেচিত হলে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ততক্ষণ রক্ত দান
করতে পারবেন, যতক্ষণ ওই ব্যক্তির রক্তের গ্লুকোজ লেভেল স্বীকৃত সীমার মধ্যে থাকবে।

৪. উচ্চরক্তচাপের কারণে রক্তদান করা যায় না - এটিও ভুল ধারণা। রক্তদানের সময় ব্লাডপ্রেসার ১৮০সিষ্টোলিক ও ১০০ ডায়াষ্টোলিকের মাঝে থাকলে রক্ত দেওয়া যায়।

৫. রক্তদানের পর আপনি কোনো প্রকার অসস্থি বোধ করবেন না কিংবা অজ্ঞান হয়ে যাবেন না। এই ব্যাপারে অনেকের ভুল ধারণা রয়েছে।
সুতরাং জীবন বাঁচাতে রক্ত দিন ।
...................thanks
**

 “মানুষ” সম্পর্কে কিছু অদ্ভুত
তথ্য!!

১. আপনি যত
বেশি ঠাণ্ডা ঘরে ঘুমাবেন,
আপনার দুঃস্বপ্ন দেখার
সম্ভবনা তত বেশি!!
২. সারাদিনে একজন পুরুষের
চেয়ে একজন
মহিলা বেশি সংখ্যকবার
চোখের পাতা ফেলেন!!
৩. আপনি যদি হটাত
করে সিগারেট
খাওয়া ছেড়ে দেন,
তবে সম্ভবনা আছে যে,
আপনার রাতের ঘুম এক
ঘণ্টা করে কমে যাবে!!
৪. আপনি যখন হাসেন তখন
আপনার
দেহে ক্লান্তি সৃষ্টিকারী হ
করতে পারে না!! এজন্য তখন
আপনাকে আরো বেশি সজীব
এবং সতেজ দেখায়!!
৫. একটা ৬ বছরের
বাচ্চা দিনে গড়ে প্রায়
৩০০ বারের মতো হাসে!! আর
একজন পরিপূর্ণ/প্রাপ্তবয়স্ক
মানুষ দিনে হাসেন
গড়ে ১৫-১০০ বার!!
৬. আপনার ব্রেইন দিনের
চেয়ে রাতের বেলা কাজ
করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধকর
রাতের বেলা ব্রেইনের
কাজ করার
ক্ষমতা বৃদ্ধি পায়!



.......thanks 
**

⊙ পৃথিবীর বৃহত্তম ⊙

• বৃহত্তম মহাদেশ : এশিয়া
• বৃহত্তম মহাসাগর: প্রশান্ত মহাসাগর
• বৃহত্তম দেশ : রাশিয়া
• বৃহত্তম শহর : লন্ডন (আয়তনে)
• বৃহত্তম শহর : টকিও (জনসংখ্যায়)
• বৃহত্তম ব-দ্বীপ : বাংলাদেশ
• বৃহত্তম যাদুঘর : বিটিশ মিউজিয়াম (বৃটেন)
• বৃহত্তম বিমান বন্দর : জেদ্দা বিমানবন্দর
• বৃহত্তম গ্রন্থাগার : লাইব্রেরী অব দ্য কংগ্রেস (আমেরিকা)
• বৃহত্তম ঘড়ি : মক্কা ক্লক (সৌদি আরব)
• বৃহত্তম মসজিদ : শাহ ফয়সাল মসজিদ (পাকিস্তান)
• বৃহত্তম ব্যাংক : সুইস ব্যাংক
• বৃহত্তম হ্রদ : কাস্পিয়ান সাগর (লবনাক্ত হ্রদ)
• বৃহত্তম জলপ্রপাত : নায়গ্রা
• বৃহত্তম প্রাণী : নীল তিমি
• বৃহত্তম মরুভূমি : সাহারা মরুভূমি
• বৃহত্তম দিন : ২১ জুন
• বৃহত্তম রাত : ২২ ডিসেম্বর

..............THANKS 
**

•Hemlock- ইউরোপের এক বিষাক্ত চারা গাছের নাম হেমলক। এই গাছের নিঃসৃত রস থেকে তীব্র যে বিষ তৈরি হয় তার নামও হেমলক। সক্রেটিসকে এই বিষ পান করানো হয়েছিল।
•The Last Supper- “দ্য লাস্ট সাপার” লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা যীশু খ্রিস্টের শেষ আহার পর্বের বিখ্যাত ছবি। খ্রিস্টানদের বিশ্বাসমতে এটি ছিল, ক্রুশবিদ্ধ হওয়ার আগে যীশু ও তার (বাণী প্রচারের জন্য যে ১২ জন বেছে নিয়েছিলেন) শিষ্যদের তাদের আহারের ছবি।
•Marathon-ম্যারাথন আধুনিককালের দীর্ঘ দৌড় প্রতিযোগিতার নাম। এর উৎপত্তি খ্রিষ্টপূর্ব ৪৯০ অব্দে। গ্রিসের এক সৈনিক ফিডিপাইডস ম্যারাথন শহর থেকে এথেন্স পর্যন্ত ২৬ (roughly) মাইল দৌড়ে পার্সিয়ানদের বিরুদ্ধে গ্রীসের জয়ের খবর দিতে আসে। এই দূরত্ব আজও ম্যারাথনের দূরত্ব (৪২.১৯৫ কি.মি. বা ২৬.২২ মাইল)
•Saccharin- স্যাকারিন একটি মিষ্টি জৈব পদার্থ। এটি চিনির চেয়ে প্রায় ৫০০ গুন বেশি মিষ্টি। স্যাকারিনের খাদ্যগুণ নেই। স্যাকারিন তৈরি হয় আলকাতরার পাতনের পর প্রাপ্ত উলুইন নামক পদার্থ থেকে।

...............THANKS 
**

•বাংলাদেশের প্রথম কম্পিউটার- IBM-1620 (সেকেন্ড জেনারেশনের এ কম্পিউটারটি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে স্থাপন করা হয়)
•বাংলাদেশের কাগজের নোট প্রথম চালু হয়- ৪ মার্চ, ১৯৭২।
•সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিতি হবেন- ৬(২)।
•বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প- তিস্তা সেচ প্রকল্প (নীলফামারী )
•প্রথম আই. সি. সি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন- শফিকুল হক হীরা।
•বাংলাদেশ যে সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে- ১৯৮৮।
•যে গ্রহে দুইবার সূর্যোদয় হয়- মঙ্গল।
•পৃথিবীর নিকটতম গ্রহ- শুক্র। সূর্যের নিকটতম গ্রহ- বুধ।
•পূর্বে যে দেশটি 'শ্যামদেশ' নামে পরিচিত ছিল- থাইল্যান্ড ।
•সতীদাহ প্রথা রহিতকরণে যার অবদান উল্লেখযোগ্য- রাজা রামমোহন রায়। হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

 ►পৃথিবীর সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন মাছ- Sailfish। ১১০কি.মি/hr।
►উড়তে পারে যে মাছ- Flying fish (উড্ডয়নকাল ১ বারে ৫০মিটার)। উড়ার সময় এরা প্রতি সেকেন্ড ৭০ বার লেজ নাড়ে।
►ঘড়ি শিল্পের জন্য বিখ্যাত- জেনেভা, সুইজারল্যান্ড।
►গরমের দিনে সাদা কাপড় পরা আরামদায়ক কারণ এর শোষণক্ষমতা কম এবং অধিকাংশ তাপ প্রতিফলিত করে ফিরিয়ে দেয়।
►অপটিক্যাল ফাইবার- কাচঁ নির্মিত ত্ন্তু বিশেষ যা তথ্য পরিবহণে আধুনিকতম পরিবাহী।
►বরফকে সংরক্ষণের জন্য কাঠের গুড়া দ্বারা ঢেকে রাখা হয় কারণ কাঠের গুড়ার মধ্যে বায়ুর যে স্তর আবদ্ধ থাকে তা তাপ কুপরিবাহী।
►সূর্য থেকে পৃথিবীর দূরত্ব- ১৪.৯৬ কোটি কি.মি.। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ৩২ সেকেন্ড।
►পৃথিবীর প্রথম ধূমপানমুক্ত দেশ- ভূটান।
►দক্ষিণ এশিয়ার বৃহত্তম সিমেন্ট কারখানা- Lafarge Surma Cement, ছাতক, সুনামগন্জ।

..................THANKS 
**

তথ্য গুলো জেনে নিনঃ
- পৃথিবীর মোট রাষ্ট্র ২২৮
টি।
- পৃথিবীর স্বাধীন রাষ্ট্র
১৯৬ টি।
- পৃথিবীতে মোট মুসলিম রাষ্ট্র ৬৫
টি।
- OIC ভুক্ত মুসলিম রাষ্ট্র ৫৭
টি।
- সর্বশেষ স্বাধীন মুসলিম
রাষ্ট্র 'কসোভা' (ইউরোপ)।
- পৃথিবীর মোট
রাষ্ট্রসংখ্যার অনুপাতে
মুসলিম রাষ্ট্রের হার ২৬%।
¤ পৃথিবীর মুসলিম
জনসংখ্যা ১৪২ কোটি।
¤ পৃথিবীর জনসংখ্যার
অনুপাতে মুসলিম
জনসংখ্যার হার ২৩.১৮% ।
¤ জনসংখ্যার দিক
দিয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র
ইন্দোনেশিয়া।
¤ জনসংখ্যার দিক
দিয়ে ক্ষুদ্রতম
মুসলিম রাষ্ট্র
মালদ্বীপ।
¤ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর
বৃহত্তম মুসলিম শহর
করাচী (পাকিস্তান)।
¤ মুসলিম সংখ্যালঘিষ্ঠ
রাষ্ট্রগুলোর
মধ্যে যে সবচে'বেশি মুসলমান বাস
করে ভারতে (১৬%)
¤ মোট জনসংখ্যার
অনুপাতে বিভিন্ন
মহাদেশের মুসলিম
জনসংখ্যারশতকরা হার::::
- এশিয়া- ২৪%
- ইউরোপ- ১%
- আফ্রিকা- ৫৯%
- উত্তর আমেরিকা- ১.৫%
- দক্ষিণ আমেরিকা- ০.৫০%

...............THANKS 
**

জানা অজানা কিছু তথ্যঃ

► ইঁদুর আর
ঘোড়া কখনো বমি করেনা!!

► ইসলাম ধর্মে পুরুষের স্বর্ণ,
রেশম, মেহেদি ব্যবহার
করা সম্পূর্ণ নিষিদ্ধ। পুরুষরা শুধু
দাড়ি ও চুলে মেহেদি ব্যবহার
করতে পারবে। স্বর্ণ, রেশম,
মেহেদি সর্বাঙ্গে ব্যবহারের অনুমতি শুধু মেয়েদের
দেওয়া হয়েছে।

► উটের দুধ দিয়ে দই হয় না!!

► এ যাবৎকালের সবচেয়ে উঁচুতম
গাছটি হলো অস্ট্রেলিয়ান
বকেটি ইউক্যালিপ্টাস গাছ, যার
উচ্চতা ৪৩৫ ফুটের মতো।

► এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড়
স্বর্ণখণ্ডটির নাম, 'ওয়েলকাম
স্ট্রেনজার', যার ওজন প্রায় ২০০
পাউন্ড। অস্ট্রেলিয়ার
ব্যালারাটে জন ডিসন ও রিচার্ড
ওয়েটস ১৮৯৬ সালে এটি আবিষ্কার করেন। 

.............THANKS
**


ঘুম সম্পর্কে ১৫ টি তথ্যঃ

ঘুম প্রতিটা প্রাণীর জন্যেই গুরুত্বপূর্ন।
১। আপনি যখন ঘুমান তখন আপনার শরিরে কি হয় তা জানেন?
•→ আপনার ব্রেইন শক্তি লাভ করে।
•→ আপনার শরিরের নষ্ট হওয়া সেল গুলো নিজে নিজে ঠিক হয়।
•→ আপনার শরীর গুরুত্বপূর্ন হরমন মুক্ত করে।
২। বয়স অনুপাতে আপনার ভিন্ন ধরনের ঘুম দরকার।
•→ বাচ্চাদের – ১৬ ঘন্টা।
•→ ৩ থেকে ১২ বছর– ১০ ঘন্টা।
•→ ১৩ থেকে ১৮ বছর – ১০ ঘন্টা।
•→ ১৯ থেকে ৫৫ বছর – ৮ ঘন্টা
•→ ৬৫ বছরের উপরে – ৬ ঘন্টা।
৩। পুরুষ তার স্বপ্নে অন্য পুরুষ কে দেখে ৭০% সময়, কিন্তু নারী তার স্বপ্নে পুরুষ
এবং নারী উভয়কেই সমান সময় দেখে।
৪। আমরা স্বপ্নে তাদের ই দেখি যাদের মুখ আমাদের পরিচিত।তবে যার মুখ আপনি প্রতিদিন দেখেন না তাকেও আপনি স্বপ্নে দেখেন।
৫। প্যারাসমনিয়া একটা ঘুমের রোগ যা আপনাকে ঘুমের মধ্যে অস্বাভাবিক কাজ করায়। এই রোগের কারনে সংঘটিত হওয়া অপরাধ সমূহ
•→ ঘুমের মধ্যে গাড়ী চালানো।
•→ ভুল চেক লেখা।
•→ হত্যা।
•→ শিশু নির্যাতন।
•→ ধর্ষন।
৬। ১২% মানুষ সাদা কালো তে স্বপ্ন দেখে। এই রেট আরো বারতে পারে,কিন্তু রঙ্গীন টেলিভিশন স্বপ্নকে রঙ্গীন করতে সাহাজ্য
করেছে।
৭। স্বপ্ন একটি স্বাভাবিক প্রক্রিয়া, যে মানুষ স্বপ্ন দেখে না সে অস্বাভাবিক।
৮। ঘুমের পোজিশন আপনার পারসনালিটি বহন করে।
৯। প্রতি ৪ জন বিবাহিত দম্পত্তির মধ্যে ১টি দম্পত্তি আলাদা খাটে ঘুমায়।
১০। ব্রিটিশ সৈন্য রাই প্রথম একটি উপায় আবিষ্কার করে একটানা ৩৬ ঘন্টা না ঘুমিয়ে থাকার। যখন ক্লান্তি অনুভব করতো, তখন তারা একটা স্পেশাল মুখঢাকনি ব্যাবহার
করতো যা সূর্যের আলোর তীব্রতা বাড়িয়ে দিত এবং তাদের জাগিয়ে তুলতো।
১১। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি ঘুমায় :
•→ কোয়ালাস : দিনে ২২ ঘন্টা ঘুমায়।
•→ ব্রাউন ব্যাট : দিনে ১৯.৯ ঘন্টা ঘুমায়।
•→ প্যানগোলিন্স : এরা দিনে ১৮ ঘন্টা ঘুমায়।

সব চেয়ে কম ঘুমায় এমন
স্তন্যপায়ী প্রানী :
•→ গিরাফেস : ১.৯ ঘন্টা ঘুমায় দিনে।ঘুমের সময় ৫-১০ মিনিট।
•→ রো হরিন : ৩.০৯ ঘন্টা ঘুমায় দিনে।
•→ এশিয়াটিক এলিফেন্ট : ৩.১ ঘন্টা ঘুমায় দিনে।
১২। ডলফিন যখন ঘুমায়, তখন তার ব্রেইন এর অর্ধেক বন্ধ থাকে।বাকি অর্ধেক তাকে শ্বাস নিতে সাহায্য করে।
১৩। আপনি না খেয়ে মরবেন না কিন্তু না ঘুমিয়ে মরবেন। ২ সপ্তাহ না খেয়ে থাকতে পারবেন কিন্তু ১০ দিন না ঘুমালে মারা পড়বেন।
১৪। অন্ধ মানুষ স্বপ্নে দেখতে পায়।
১৫। ঘুম থেকে ওঠার ৫ মিনিটের মধ্যে আপনি স্বপ্নের ৫০% ভুলে যাবেন। ১০ মিনিটের মধ্যে ৯০% ভাগ ভুলে যাবেন।

.............THANKS 
**

৮টি খারাপ অভ্যাস যা ব্রেইনের জন্য
ক্ষতিকর

১. সকালে নাশতা না করা ।
২. অতিরিক্ত ডায়েট গ্রহণ।
৩. ধূমপানঃ ধূমপান
নানা রোগেরঅন্যতম
কারন। ধূমপানের ক্ষতিকর
প্রভাব
বলে শেষ করে যাবেনা। তাই
যারা ধূমপান করেন তাদের জন্য
সতর্কবার্তা ধূমপানে কেবল
ফুসফুস ক্যান্সার নয়
বরং এতে করে ব্রেইন
সংকুচিত হয়ে যায় ফলস্বরুপ
আলঝেইমার নামক স্মৃতিবিলোপকারি
রোগের উদ্ভব
হয়।
৪. অতিরিক্ত মিষ্টি গ্রহণ।
৫. বায়ু দূষনঃ বায়ু দূষনের
জন্যআমাদের ব্রেইনের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যা
কারণ
বায়ু দূষনের ফলে অক্সিজেন
সমৃদ্ধ
বাতাস আমাদের
ব্রেইনে যেতে পারে না।
৬. নিদ্রাহীনতাঃ ঘুম আমাদের
ব্রেইনের বিশ্রামের জন্য
জরুরি। তাই
পর্যাপ্ত
ঘুম ব্রেইন কোষের স্বাভাবিক
কার্যাবলি নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ

.............THANK 
**

বিশ্বের ক্ষুদ্রতম যা কিছু, তাদের নাম এবং পরিচিতি।

# মহাদেশ : ওশেনিয়া
# দেশ : ভ্যাটিকান সিটি
# মুসলিম দেশ : মালদ্বীপ
# দিন : ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)
# রাত : ২১ জুন (উত্তর গোলার্ধে)
# নদী : ডি রিভার (যুক্তরাষ্ট্র)
# পাখি : হামিং বার্ড
# মহাসাগর : আর্কটিক মহাসাগর
# গ্রহ : বুধ
# গির্জা : চ্যাপেন্স অব সান্তা-ইসাবেল (ভ্যাটিকান সিটি)
# ফুল : পিলিয়া মাইক্রোফোলিয়া
# প্রজাতন্ত্র : নাউরু
# মাছ : ইনষ্ট্যান্ট ফিস (ওজন ১মি. গ্রাম)
# সাবমেরিন : সেরাফিনা (দৈর্ঘ্য ৪০ সেমি)

...........THANKS
**

কিছু সাধারণ তথ্য !!!
•►বিশ্বের সবচাইতে ধনী ৩ জনলোকের মোট টাকার পরিমান গরীব ৪৮ টি দেশের মোট টাকারচাইতেও বেশি।
•► মশারা নীল রঙের প্রতি দুর্বল!!ঘরের বাতি নীল রঙেরহলে মশার সংখ্যা বেড়ে যেতে পারে।
•►পিঁপড়া হচ্ছে একমাত্র প্রাণী যেটি কখনো ঘূমায় না।
•► আমরা বিভিন্ন জিনিসের স্বাদ নেই জিহবা দিয়ে, আর প্রজাপতি এ কাজটা করে পা দিয়ে।
•► শামুক টানা তিন বছর ঘুমাতেপারে।
ক্যাঙ্গারু এক লাফে ৩০ ফুট যেতে পারে।
.....................thanks
**
 বাড়িওয়ালার অসদাচরণের প্রতিকারসরূপ তিন ধরনের ব্যবস্থাঃ 
পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে ঢাকা শহরের প্রায় শতকরা ৮৫ ভাগ মানুষ বাসা ভাড়া নিয়ে বাস করছে। তবে বেশিরভাগ মানুষই সম্পত্তির ভাড়া বিষয়ক আইন সম্পর্কে অজ্ঞত। ফলশ্রুতিতে ভাড়াটিয়ারা প্রায় কিছু অসাধু মালিকের দারা নিপীড়িত এমনকি মাঝেমাঝে প্রতারিতও হতে হচ্ছে।
বাড়িভাড়া নিয়ন্ত্রন আইন-১৯৯১ অনুযায়ী ভাড়াটিয়ারা কিছু অধিকার রাখে বাড়ি ভাড়া ধার্য করার ক্ষেত্রে। যদি কোন বাড়িওয়ালা উক্ত আইন ভঙ্গ করে তবে ভাড়াটিয়া হিসেবে যেকেউ নিচের ব্যবস্থাগুলি গ্রহন করতে পারেঃ

১. কোন বাড়িওয়ালা যদি নির্দিষ্ট প্রমাণ ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করে তাহলে, প্রথমবারেরমত তাকে জরিমানা করা হয়। এই জরিমানার পরিমাণ হচ্ছে যে পরিমাণ ভাড়া বেশি নেওয়া হয় সেটার দিগুন। এরপর একই ঘটনা ঘটলে এই জরিমানার পরিমাণ ৩ গুন হয়ে যাবে।
২. যদি কোন বাড়িওয়ালা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাড়াটিয়ার নিকট কোন ধার্যকৃত ভাড়ার সাথে অধিক জামানত, প্রিমিয়াম অথবা অন্য কোন সালামি গ্রহন করে বা করতে চাই তাহলে, উক্ত বাড়িওয়ালা প্রথমবারের জন্য জরিমানার সম্মুখীন হবেন যার পরিমাণ ২০০০ টাকা পর্যন্ত হতে পারে। পরবর্তীতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে প্রতিক্ষেত্রে এই জরিমানার পরিমাণ বেড়ে ৫০০০ টাকা পর্যন্ত হতে পারে।
৩. যদি কোন বাড়িওয়ালা বাড়িভাড়া নিয়ন্ত্রকের লিখিত আদেশ ছাড়া অগ্রিমবাবদ এক মাসের ভাড়ার চেয়ে বেশি টাকা নেয়, তাহলে উক্ত বাড়িওয়ালা জরিমানার সম্মুখীন হবেন। প্রথমবার এই জরিমানার পরিমাণ হবে এক মাসের ভাড়ার চেয়ে বাড়তি টাকার দ্বিগুন পরিমাণ। পরবর্তীক্ষেত্রে এই জরিমানার পরিমাণ বেড়ে বাড়তি টাকার পরিমানের ৩ গুন হতে পারে।

.....................thanks 
**
পৃথিবীর দ্রুততম প্রাণী -
চিতা বাঘ।
*পৃথিবীর দ্রুততম সাপ - আফ্রিকার
কালো মাম্বা।
*পৃথিবীর দ্রুততম পাখি -সুইফট বার্ড।
*পৃথিবীর দ্রুততম মাছ - টুনি মাছ।
*পৃথিবীর গভীরতম মহাসাগর হলো -
প্রশান্ত মহাসাগর্।
*পৃথিবীর গভীরতম সাগর হলো -
ক্যারিবিয়ান সাগর্।
*পৃথিবীর গভীরতম উপসাগর হলো -
মেক্সিকো উপসাগর্।
*পৃথিবীর গভীরতম হ্রদ হলো -
বৈকাল
হ্রদ।
*পৃথিবীর উচ্চতম প্রাণী হলো -
জিরাফ।
*পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম
হলো -
লাপাজ (বলিভিয়া)
....................thanks

 Islam:............

**
 নামাজের অবিশ্বাস্য ১১ টি উপকারিতাঃ

১/ নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়ফলে আমাদের স্মৃতি শক্তি অনেকবৃদ্ধি পায়

২/ নামাজের যখন আমরা দাড়াই তখন আমাদের চোখ জায়নামাজের সামনের ঠিক একটি কেন্দ্রে স্থির অবস্থানে থাকে ফলে মনোযোগ বৃদ্ধি পায়

৩/ নামাজের মাধ্যমের আমাদের শরীরের একটি ব্যায়াম সাধিত হয়এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে

৪/ নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারন পরিবর্তন আসে
৫/ নামাজ সকল মানুষের দেহের কাঠামো বজায় রাখেফলে শারীরিক বিকলঙ্গতা লোপ পায়

৬/ নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে যেমন ওজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয় এর ফলে বিভিন্ন প্রকার জীবানু হতে আমরা সুরক্ষিত থাকি

৭/ নামাজে ওজুর সময় মুখমন্ডল ৩ বার ধৌত করার ফল আমাদের মুখের ত্বক উজ্জল হয় এবং মুখের দাগ কম দেখা যায়

৮/ ওজুর সময় মুখমন্ডল যেভাবে পরিস্কার করা হয় তাতে আমাদের মুখে একপ্রকার মেসেস তৈরি হয় ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলিরেখা কমে যায়

৯/ কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ সে বিরত থাকে

১০/ নামাজ আদায় করলে মানুষের জীবনী শক্তি বৃদ্ধি পায়

১১/ কেবল মাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়ম মত যত্ন নেওয়া হয় ফলে অধিকাংশ নামাজ আদায় কারী মানুষের দৃষ্টি শক্তি বজায় থাকে।
...................................THANKS.


**

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর
পাগড়ি মোবারক..........!!


সুবহানআল্লাহ..............!!
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর
পাগড়ি মোবারক..........!!

সুবহানআল্লাহ..............!!

লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার
সুযোগ করে দিন...........

.................................THANKS.

**

গিলাফ ছাড়া পবিত্র ক্বাবা শরীফ...........
.................THANKS.
**
 ●|● বিপদের দোয়া ●|●
নবী (সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম) বিপদের
সময়ে এই দোয়া পড়তেন,
অর্থ; "আল্লাহ্ ছাড়া কোন ইলাহ
নাই, যিনি উচ্চ মর্যাদা সম্পন্ন
এবং অশেষ ধৈর্যশীল, আল্লাহ্
ছাড়া কোন ইলাহ নাই
যিনি আরশে আযিমের প্রভু, আল্লাহ্
ছাড়া কোন ইলাহ নাই যিনি আসমান
ও যমীনের মালিক এবং সম্মানিত
আরশের মালিক।" [বুখারী, ৫৯০৫,
৫৯০৬]

.........................................THANKS.
**

দীর্ঘ ৩১১৬ বছর নীল-নদের
জলে ডুবে থাকার পর
আল্লাহদ্রোহী ফিরাউন লাশ
পাওয়া যায় অক্ষতাবস্থায়
১৮৯৮ সালে!! এখন
লাশটি মিশরের এক মিউজিয়ামে সংরক্ষিত
আছে মমি করা!! আর সবচেয়ে আশ্চর্যজনক
বিষয়, ফিরাউনের লাশ
পাওয়ার প্রায় ১২০০ বছর
আগেই কুর'আন
তা ভবিষ্যদ্বানী করে অধ্যায়ঃ১০ আয়াতঃ৯২ এ
যে, "আর
আমি(আল্লাহ) তোমার শরীরকে সংরক্ষিত
করাব,
শাস্তির
নিদর্শনস্বরূপ!" অথচ, তৎকালীন সময়ে,
কিভাবে কেউ জানতে পারে যে আর ১২০০
বছর পর ফিরাউনের শরীর
অক্ষত উদ্ধার হবে, কোন
মাছ কিংবা পানিতে দীর্ঘ ৩১১৬ বছরেও
বিলীন
হবে না এবং তা সংরক্ষন করা হবে!!??
সুবহানাল্লাহ! এটিই
কুর'আনের অলৌকিকতার
নিদর্শন

 


 **
_________মাশাআল্লাহ্ ।।
এই দৃশ্য দেখে কিছু বলার
ভাসা হারিয়ে ফেলেছি ।।
যা বলার আপনারাই বলেন ।।।।।

............................thanks.
**
 প্রশ্ন: জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে মহিলা! কথাটি কি ঠিক? আর ঠিক হলে কারণ কি?
___উত্তর: জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে মহিলা! কথাটি ঠিক। কেননা রাসূল (সা:) একদা খুৎবা প্রদানের সময় তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, "হে নারী সমাজ! তোমরা বেশি করে সাদকা কর। কারণ আমি জাহান্নামের অধিকাংশকেই দেখেছি তোমাদের মধ্যে থেকে।
___জাহান্নামের অধিকাংশ অধিবাসী কেন মহিলাদের মধ্যে থেকে হবে? ...
এই প্রশ্নের জবাবে রাসূল (সা:) বলেছেন, তোমরা বেশী পরিমাণে মানুষের উপরে অভিশাপ করে থাক এবং স্বামীর সদাচারণ অস্বীকার কর।" -[বুখারী, কিতাবুল হায়য]
সুতরাং, নারীদের বেশি পরিমাণে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হল, তারা মানুষকে অভিশাপ দেয় এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়।
(Collected..)
.........................thanks.
**

   ইসলামে নারীদের কেমন চোখে দেখে ?

♦ একটা নারীর যখন জন্ম হয়, ইসলাম বলে "যার
ঘরে প্রথমে কন্যা সন্তান হয় সেইঘর বরকতময়"।

♦ নারী যখন যুবতী হয়, ইসলাম ঘোষনা দেয় ''যে তার
মেয়েকে সঠিকভাবে লালন পালন করে ভালপাত্র দেখে বিয়ে
দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।"

♦ নারী যখন বিবাহিত, ইসলাম বলে "সেই পুরুষই
সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম"।

♦ নারী যখন সংসারী, ইসলাম বলে "স্ত্রীর দিকে দয়ার
দৃষ্টিতে তাকানো সওয়াবের কাজ।এমনকি স্ত্রীকে আদর করে মূখে এক
লোকমা খাবার তুলে দেয়াও"।

♦ নারী যখন গর্ভবতী, ইসলাম বলে "গর্ভাবস্থায়
যে নারী মারা যায় সে শহীদের মর্যাদাপায়"।

♦ নারী যখন মা, ইসলাম বলে "মায়ের পদ
তলে সন্তানের বেহেশত"।

........................THANKS.
**

হজরত ওসমান (রাঃ) এর কবর। সুবহানআল্হজরত ওসমান (রাঃ) এর কবর। সুবহানআল্লাহ।
#iqbal
 **

হাজারো পাহাড়ের মাঝে যে পাহাড়
সবচেয়ে সৌভাগ্যের !!

গারে হেরা , যে পর্বতের গুহায়
নবিজী নবুওয়ত প্রাপ্ত হয়েছিলেন ,

যে পর্বতের গুহায় জিব্রাইল
আলাইহিসালামের আগমন ঘটে ছিল ''সুরা
আলাক্ক'' নিয়ে , সুবহানাল্লাহ ।
 
......................................THANKS.
**
 আমাদের প্রিয় নবী রাসূল
(সাঃ) এর জামা মোবারকে...............
 **

এইটা হচ্ছে আমাদের নবীজির ছুরি মবারাক।
 ......................................THANKS.
**

এই সেই পাথর যার উপর দাঁড়িয়ে হযরত
ঈব্রাহীম (আঃ) পবিত্র ক্বাবা শরীফ নির্মাণ
করেছিলেন.............!!
সুবহানআল্লাহ............!!
.........................THANKS.
**

এই সেই পাথর যার উপর
দাঁড়িয়ে মহানবী (সাঃ) মেরাজে গমন
করেছিলেন..............!!
সুবাহানাল্লাহ..........!!

 ..............................THANKS.
**

সুবাহানাল্লাহ
সুবাহানাল্লাহ             ........................................THANKS.
 **

নবীজি (সা:) এর হাতের ইশারায়
এখনো চাদেঁ ফাটল বিদ্যমান....
দূর্লভ এই ছবিটির জন্য হাজারো লাইক
চাই
**

প্রিয় - মহানবী (সঃ) বলেছেনঃ
মায়ের পায়ের নীচে সন্তানের
বেহেশত।
ছবিটা শেয়ার করতে ভুলবেন না মুমিন
ভাই
ও বোনেরা ।প্রিয় - মহানবী (সঃ) বলেছেনঃ
মায়ের পায়ের নীচে সন্তানের
বেহেশত।
........................................................THANKS.
**

মা হাওয়ার কবর এটি।মা হাওয়ার
কবরটি জেদ্দায় অবস্থিত ।
 **

জমজম কূপ সম্মন্ধে কিছু জানা অজানা তথ্য:

১) আল্লাহ তা'লার অসীম কুদরতে ৪০০০ বছর পূর্বে সৃষ্টি হয়েছিল।

২) ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে ৮০০০ লিটার পানি উত্তোলন করার পরও পানি ঠিক সৃষ্টির সূচনাকালের ন্যায়।

৩) পানির স্বাদ পরিবর্তন হয়নি, জন্মায়নি কোন ছত্রাক বা শৈবাল।

৪) সারাদিন পানি উত্তোলন শেষে, মাত্র ১১ মিনিটেই আবার পূর্ণ হয়ে যায় কূপটি।

৫) এই কূপের পানি কখনও শুকায়নি, সৃষ্টির পর থেকে একই রকম আছে এর পানি প্রবাহ, এমনকি হজ্ব মউসুমে ব্যবহার ক'য়েক গুন বেড়ে যাওয়া সত্বেও এই পানির স্তর কখনও নিচে নামে না।

৬) সৃষ্টির পর থেকে এর গুনাগুন, স্বাদ ও এর মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমানে আছে।

৮) এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্ট এর পরিমান অন্যান্য পানির থেকে বেশী, এজন্য এই পানি শুধু পিপাসা মেটায় তা না, এই পানি ক্ষুধাও নিবারণ করে।

৯) এই পানিতে ফ্লুরাইডের পরিমান বেশী থাকার কারনে এতে কোন জীবানু জন্মায় না ।

১০) এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায়।
 .......................THANKS.
**

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দুধ
মাতা হযরত হালিম (রাঃ) এর
রওজা মোবারক..........!!

সুবহানআল্লাহ..............!!
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দুধ
মাতা হযরত হালিম (রাঃ) এর
রওজা মোবারক..........!!

সুবহানআল্লাহ..............!!

লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার
সুযোগ করে দিন..............                .....................THANKS.
**

সুবহানআল্লাহ!
সুবহানআল্লাহ!
এমন মৃত্যু কে কে চান লাইক দিন।        
.................................THANKS.
**
 ৬টি পদ্ধতি যার মাধ্যমে মৃত্যুর পরেও সওয়াব পাওয়া যাবে :

১. মসজিদ নির্মানে সাহায্য করা।
মুসলমান নামাজ পড়বে, সওয়াব পাবেন আপনি।

২. হাসপাতালে হুইল চেয়ার দান করুন। রোগীরা ব্যবহার করবে, সওয়াব পাবেন আপনি।

৩. কাউকে পবিত্র কোরআন শরীফ দিন, মানুষ পড়বে, আপনি সওয়াব পাবেন।

৪. পাবলিক স্থানে একটি ওয়াটার
কুলার দান করুন। মানুষ খাবে,
সওয়াব পাবেন আপনি।

৫. গাছ লাগান। মানুষ ও পশু-
পাখি গাছের ফল খাবে ও ছায়া ব্যবহার করবে, আর আপনি সওয়াব পাবেন।

৬. কাউকে ভাল উপদেশ দিন (পবিএ কোরআন শরীফ, হাদীস,
দোয়া হতে) এবং এমন সহজ ভাবে
দিন যাতে এটি মানুষ সহজেই সবার সাথে শেয়ার করতে পারে

.....................................THANKS. 
**
সুবহানাল্লাহ,

মালিককে সেজদায় দেখে উটও
আল্লাহকে সেজদা করছে ! ( আল্লাহ্‌ হু আকবার )

 ভালো হওয়ার

কয়েকটা উপায়ঃ

→ আল্লাহ্ কে ভয়
করুন ।
→ ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন ।
→ প্রতিদিন অন্তত
একবার মৃত্যুর
কথা স্বরণ করুন ।
→ ইহকাল পরকাল
নিয়ে ভাবুন । → দুনিয়াবি সুখ
শান্তির স্থায়িত্ব
কতদিন
বুঝার
চেষ্টা করুন ।
→ নিজের কৃতকর্ম পর্যালোচনা করুন ।
→ নিজের পাপ পুণ্যের
পার্থক্য দেখুন ।
→ অপরাধের
শাস্তি কি হতে পারে
। → আপনার
পৃথিবীতে আসার
উদ্দেশ্য বুঝার
চেষ্টা করুন ।
→ নিজের দায়িত্ব
কর্তব্যের কথা চিন্তা করুন

→ ভালোদের
সাথে নিজের
তুলনা করুন ।
→ ভালো কাজের পুরষ্কার
কি হতে পারে ভাবুন ।
→ নিজের ভেতর
ভালো হওয়ার
একটা ইচ্ছে লালন
করুন ।

.........................THANKS.
**
  অসাধারন
একটা ঘটনা মিললো মেহেরপুর
জেলায় । আল্লাহু লিখা আছে এই
মাছের গায়ে । এই
মাছ আছে মেহেরপুর জেলার
এতিমখানায় ।ঐখান
থেকে ছবিটা তোলা হয়েছে ।দেখুন
আসাধারন
একটা ছবি ।
অবশেষে অসাধারন
একটা ঘটনা মিললো মেহেরপুর
জেলায় । আল্লাহু লিখা আছে এই
মাছের গায়ে । এই
মাছ আছে মেহেরপুর জেলার
এতিমখানায় ।ঐখান
থেকে ছবিটা তোলা হয়েছে ।দেখুন
আসাধারন
একটা ছবি ।
ছবিটি share করে সবাইকে মহান
আল্লাহ তা আলার
এই অসাধারন মাছটির ছবি দেখানোর
সুযোগ করে দিন.........................THANKS.

নবী করিম (স.) এর কাপড়, পাগড়ি ও
কম্বল এর ছবি ।
** 

কাঁচের মধ্যে বাঁধানো মহানবী (সাঃ) এর চুল মোবারক।।
.................................................................THANKS.


**
 এই দোয়াটি সকাল বিকাল তিন বার পাঠ
করলে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন
পর্যন্ত সোয়াব লিখতে লিখতে ক্লান্ত
হয়ে পড়ে।
দোয়াটি হচ্ছে ---
"জাযাল্লাহু
আন্না মুহাম্মাদান মাহওয়া আহলুহু ।" 

..............thanks